ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন-গণভোট আয়োজনে কমিশন প্রস্তুত: প্রধান উপদেষ্টাকে সিইসি

ছবি: সংগৃহীত

একইদিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অবহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

আজ রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন কমিশনের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়।

বৈঠকে কমিশন জানায়, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য তাদের সব প্রস্তুতি যথাসময়ে এগোচ্ছে।

বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসির সচিব আখতার আহমেদ। 

আরও উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।

সিইসি নাসির উদ্দিন জানান, নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি 'সঠিক ও সুন্দরভাবে' এগোচ্ছে। নাগরিকদের অংশগ্রহণে নির্বাচনী পরিবেশও তৈরি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

প্রস্তুতিমূলক কাজগুলোতে সহযোগিতা দেওয়ার জন্য তিনি প্রধান উপদেষ্টা, আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস নির্বাচন কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, 'সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।'

নির্বাচন কমিশনের উদ্দেশে তিনি বলেন, 'এই নির্বাচনে আপনারাই চালকের আসনে আছেন। কাঙ্ক্ষিত লক্ষ্যে আমাদের পৌঁছাতেই হবে।'

অধ্যাপক ইউনূস বলেন, জাতিকে একটি সুন্দর নির্বাচন দিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতিকে আমরা ইতিহাসের সেরা নির্বাচন উপহার দেবো এই প্রত্যয়ে এগিয়ে চলছি।'

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

13h ago