সিইসির ভাষণ রেকর্ড হবে বুধবার, বিটিভি ও বেতারকে প্রস্তুত থাকার নির্দেশ

সিইসি এএমএম নাসির উদ্দিন। ফাইল ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) ভাষণ আগামী ১০ ডিসেম্বর রেকর্ড করা হবে। এ জন্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

আখতার আহমেদ বলেন, এ বিষয়ে ইতিমধ্যে বিটিভি ও বেতারকে চিঠি দেওয়া হয়েছে। ১০ ডিসেম্বর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি এ এম এম নাসির উদ্দীনের ভাষণ রেকর্ড করা হবে। ওই দিন অথবা পরদিন ১১ ডিসেম্বর এই ভাষণ সম্প্রচার করা হতে পারে। ধারণা করা হচ্ছে, এই ভাষণের মধ্য দিয়েই সিইসি নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় তৎকালীন সিইসি কাজী হাবিবুল আউয়াল সরাসরি (লাইভ) ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করেছিলেন। তবে এবার ভাষণটি আগে রেকর্ড করে পরে প্রচারের সিদ্ধান্ত নিয়েছে ইসি।

ইসি কর্মকর্তারা জানান, তফসিল ঘোষণার আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রেওয়াজ অনুযায়ী, ১০ ডিসেম্বর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি ও অন্য নির্বাচন কমিশনাররা। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পরই সাধারণত নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর সিইসির ভাষণ ও নির্বাচনের তফসিল প্রচার করা হতে পারে।

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

1d ago