সহিংসতা না করে শান্ত থাকার আহ্বান জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যার ঘটনায় বাংলাদেশে সহিংস পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার ফলকার তুর্ক।
তিনি সবাইকে শান্ত থাকার এবং সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
জেনেভা থেকে আজ শুক্রবার দেওয়া এক বিবৃতিতে হাইকমিশনার বলেন, গত সপ্তাহে গুলিবিদ্ধ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় তিনি খুবই উদ্বিগ্ন।
তিনি বলেন, 'প্রতিশোধ ও প্রতিহিংসা বিভাজন আরও বাড়াবে এবং সবার অধিকারকে ক্ষুণ্ণ করবে।'
সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে তুর্ক বলেন, 'হাদির ওপর হামলার ঘটনার দ্রুত, নিরপেক্ষ, পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করতে হবে এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।'
শরিফ ওসমান হাদি ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন। তাকে গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনের কালভার্ট রোডে ব্যাটারিচালিত অটোরিকশায় করে যাওয়ার সময় গুলি করা হয়।
গুলিবিদ্ধ হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
গত সোমবার উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদির মৃত্যু হয়।
হাদির মৃত্যুর খবর জানার পর দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ চলাকালে দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর ভবনসহ কয়েকটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।
এ অবস্থায় আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ জরুরি জানিয়ে ফলকার তুর্ক বলেন, 'এমন একটি পরিবেশ নিশ্চিত করা দরকার যেখানে সবাই নিরাপদ ও শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারবেন এবং স্বাধীনভাবে ভিন্নমত প্রকাশ করতে পারবেন।'
তিনি বলেন, 'এই সংকটপূর্ণ সময়ে মতপ্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি সরকারের কাছে যেন অস্থিরতা আর না বাড়ে।'
জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনার আরও বলেন, তার দপ্তর মানবাধিকার রক্ষা এবং ভবিষ্যতে সহিংসতা প্রতিরোধে বাংলাদেশ সরকার ও সব অংশীজনের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

Comments