দিপু চন্দ্র ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জগন্নাথ হল শিক্ষার্থীদের মৌন মিছিল
ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দিপু চন্দ্রকে হত্যা এবং লক্ষ্মীপুরে এক বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সাত বছরের শিশু আয়েশার মৃত্যুর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিক্ষার্থীরা মৌন মিছিল করেছেন।
আজ রোববার বিকেল ৩টার দিকে জগন্নাথ হল থেকে শুরু হওয়া মৌন মিছিলটি টিএসসি ও মল চত্বর প্রদক্ষিণ করে পুনরায় টিএসসিতে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় জগন্নাথ হলের শিক্ষার্থীরা এসব ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে জগন্নাথ হল সংসদের সহ-সভাপতি পল্লব বর্মন বলেন, সব ধর্মই শান্তির বার্তা দেয়। অথচ ধর্ম অবমাননার অজুহাতে চরমপন্থী গোষ্ঠীগুলো সহিংসতাকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে।
তিনি বলেন, 'এই কায়দাতেই দিপু চন্দ্রকে হত্যা করা হয়েছে। অন্যদিকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে সাত বছরের শিশু আয়েশা মারা গেছে। তার অপরাধ কী ছিল?'
পল্লব বর্মন আরও বলেন, ধর্মীয় অবমাননার নামে 'মব' তৈরি করা বাংলাদেশে এক ধরনের সংস্কৃতিতে পরিণত হয়েছে।
এই চর্চা বন্ধ না হলে সমাজ আরও সহিংস হয়ে উঠবে বলেও তিনি সতর্ক করেন।
তিনি দিপু চন্দ্র হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। নিহতের পরিবারের পূর্ণ দায়িত্বও রাষ্ট্রকে নিতে হবে বলে মন্তব্য করেন।
একইসঙ্গে রাজনৈতিক প্রতিহিংসার শিকার শিশু আয়েশার মৃত্যুর ঘটনায় একটি সুষ্ঠু ও স্বচ্ছ বিচার নিশ্চিত করার আহ্বান জানান পল্লব।
মৌন মিছিল শেষে বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন—'দিপু চন্দ্রকে পুড়িয়ে মারা হলো—অন্তর্বর্তী সরকার কী করছে?', 'তুমি কে, আমি কে —দিপু, দিপু' এবং 'তুমি কে , আমি কে —আয়েশা, আয়েশা।'
কর্মসূচি শেষে জগন্নাথ হল সংসদের সহ-সভাপতি এসব হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে সবাইকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রোফাইল ছবি কালো করার এবং ভিডিও বার্তা পোস্ট করার আহ্বান জানান।

Comments