মাদ্রাসায় বই খুলে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা, ভিডিও ছড়াল ফেসবুকে

ছবি: ভিডিও থেকে নেওয়া

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার একটি মাদ্রাসায় ফাজিল স্নাতক (অনার্স) পরীক্ষায় বই খুলে উত্তরপত্রে লেখার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গতকাল মঙ্গলবার ফেসবুকে ওই ভিডিও ছড়িয়ে পড়লে ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।

ভিডিওতে দেখা যায়, পিপুলিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসায় ইসলামি বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল প্রথম বর্ষ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সেখানে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে বই খুলে উত্তর লিখছেন।

একই পরীক্ষাকেন্দ্রের একাধিক ভিডিও গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ প্রসঙ্গে পিপুলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল কুদ্দুস দ্য ডেইলি স্টারকে জানান, ছড়িয়ে পড়া ভিডিওটি এই পরীক্ষার নয়। কেউ শত্রুতা করে এমন ভিডিও ছড়িয়েছে। তদন্ত করলে এর সত্যতা বের হয়ে আসবে বলে দাবি করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায় বলেন, বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। ঘটনার সত্যতা যাচাইয়ে তদন্ত কমিটি গঠনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

8h ago