বড়দিনে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়

বড়দিনে বঙ্গভবনে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়। ছবি: সংগৃহীত

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব 'বড়দিন' উপলক্ষে দেশের খ্রিস্টান সম্প্রদায়সহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সিনিয়র সহকারী সচিব ছাব্বির আহমেদ আকুঞ্জির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রতি বছরের মতো এবারও বঙ্গভবনে দেশের খ্রিস্টান সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি।

এসময় জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে দেশের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি চিরকাল অটুট রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

17m ago