জকসু নির্বাচনে ভোটারদের মানতে হবে ১২ নির্দেশনা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচনে সুষ্ঠু ভোট নিশ্চিত করতে ভোটারদের জন্য ১২টি নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গতকাল শুক্রবার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ভোটারদের এসব নিয়ম কঠোরভাবে মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ভোটার তালিকায় নাম নেই এমন কেউ নির্বাচনের দিন ক্যাম্পাসে ঢুকতে পারবেন না। ভোট দিতে হলে বৈধ বিশ্ববিদ্যালয় পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক। যাদের পরিচয়পত্রের মেয়াদোত্তীর্ণ হয়েছে বা হারিয়ে গেছে, তারা ভোটার তালিকার পাশে থাকা কিউআর কোড স্ক্যান করে ভোটার স্লিপ সংগ্রহ করতে পারবেন। নির্বাচনের দিন এই স্লিপকে বিকল্প পরিচয়পত্র হিসেবে গ্রহণ করা হবে।
ভোটারদেরকে ভোট কেন্দ্রের বাইরে শৃঙ্খলাপূর্ণভাবে লাইনে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। ভোটকক্ষে ব্যাগ, মোবাইল ফোন বা যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নেওয়া নিষিদ্ধ। এসব সঙ্গে থাকলে ভোটারকে রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের কাছে তা জমা দিতে হবে এবং ভোট দেওয়ার পর নিজ দায়িত্বে তা ফেরত নিতে হবে।
প্রত্যেক ভোটারের কাছে রিটার্নিং অফিসার স্বাক্ষরিত ও সিলযুক্ত তিনটি ব্যালট পেপার দেওয়া হবে। এই কাগজ কোনোভাবেই ভাঁজ, ছেঁড়া বা ক্ষতিগ্রস্ত করা যাবে না এবং অতিরিক্ত ব্যালট পেপার দেওয়া হবে না। ভোট দেওয়ার পর নির্ধারিত ব্যালট বক্সে ব্যালট পেপার ফেলতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ভোটের জন্য বাম হাতের আঙুলে এবং হল শিক্ষার্থী সংসদ ভোটের জন্য ডান হাতের আঙুলে অমোচনীয় কালি লাগানো হবে। ভোটারকে অবশ্যই প্রার্থীর নামের পাশে নির্ধারিত ঘরে সঠিকভাবে চিহ্ন দিতে হবে; অন্যথায় ভোট বাতিল বলে গণ্য হবে।
নির্বাহী সদস্য পদের জন্য ভোট দেওয়ার সময় বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদে মোট সাতজন এবং হল শিক্ষার্থী সংসদে চারজন নির্বাহী সদস্যকে ভোট দেওয়া যাবে। এর বেশি ভোট দিলে নির্বাহী সদস্য পদের সব ভোট বাতিল হয়ে যাবে।
ভোট দেওয়ার সময় কোনো কাগজে ব্যালট বা প্রার্থীর নাম রাখা যাবে না। কেবল ভোটকক্ষে রাখা কলম ব্যবহার করতে হবে। ভোট দেওয়ার পর ভোটারদের দ্রুত ক্যাম্পাস ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই নিয়ম প্রার্থীদের জন্য প্রযোজ্য নয়।
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩৮ বছর পর এবারই প্রথমবারের মতো জকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোটগ্রহণ হবে আগামী ৩০ ডিসেম্বর।


Comments