হাদি হত্যা: চট্টগ্রামেও ইনকিলাব মঞ্চের সড়ক অবরোধ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ করেছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।
আজ রোববার দুপুরে ২টা থেকে বাকলিয়া থানাধীন নতুনব্রিজ এলাকায় ইনকিলাব মঞ্চের চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিটের ডাকে এ অবরোধ কর্মসূচি শুরু হয়েছে।
সংগঠনটির চবি ইউনিটের আহ্বায়ক রাফসান রাকিব দ্য ডেইলি স্টারকে জানান, এখনো ন্যায়বিচার না পাওয়ায় তারা সড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, 'শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঠিক বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।' এ অবরোধ কর্মসূচি সন্ধ্যা পর্যন্ত চালিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
প্রতিবাদে অংশগ্রহণকারী এবং আপ বাংলাদেশের চট্টগ্রাম শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কোহিনুর আক্তার বলেন, 'ওসমান হাদিকে জনসমক্ষে গুলি করে হত্যা করা হয়েছে, অথচ সরকার হত্যাকারীদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে। আমরা ন্যায়বিচারের দাবিতে সড়কে নেমেছি।'
এদিকে নতুনব্রিজ এলাকার ব্যস্ততম চৌরাস্তায় এই অবরোধ কর্মসূচির কারণে যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে।
নতুনব্রিজ চৌরাস্তাটি শহরের বন্দরের সঙ্গে দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানকে শাহ আমানাত সেতুর মাধ্যমে সংযুক্ত করে। ফলে এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক।
অবরোধের কারণে চৌরাস্তার যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে বলে জানান বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান।
তিনি বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী ইনকিলাব মঞ্চের কর্মীরা এই সড়কে অবস্থান নেন। ফলে কার্যত যান চলাচল বন্ধ করে হয়ে গেছে।
ওসি আরও জানান, পুলিশ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করছে এবং জনসাধারণের অসুবিধার কথা বিবেচনা করতে তাদের অনুরোধ জানিয়েছে।
এর আগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইনকিলাব মঞ্চের কর্মীরা গতকাল শনিবার শহরের ব্যস্ত নিউমার্কেট-সংলগ্ন চৌরাস্তা অবরোধ করে একই দাবিতে আন্দোলন করেছিল।

Comments