ঝিনাইদহে মেছো বিড়াল উদ্ধার, বনে অবমুক্ত
ঝিনাইদহ সদর উপজেলার গ্রাম থেকে একটি আহত মেছো বিড়াল উদ্ধার করা হয়েছে। প্রান্তিক এলাকায় প্রাণীটিকে মেছো বাঘ নামেও ডাকা হয়।
আজ সোমবার সকালে কুঠিদুর্গাপুর গ্রামের সবদার হোসেনের বাড়ি থেকে মেছো বিড়ালটি উদ্ধার করা হয়। পরে গ্রামের লোকজন বনবিভাগের কর্মীদের সঙ্গে যোগাযোগ করে কুমড়াবাড়িয়া ইউনিয়নের জাড়গ্রামের মাঠে সেটিকে অবমুক্ত করা হয়।
ঝিনাইদহ বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সবদার হোসেন জানান, তার বাড়িতে সকালে মুরগির খোপে আক্রমণ করে শিকারের চেষ্টা করছিল মেছো বিড়ালটি। এসময় তিনি দূর থেকে ইট ছুড়ে মারলে মাথায় লেগে আহত হয় সেটি।
স্থানীয় পরিবেশ কর্মী জহির রায়হান ডেইলি স্টারকে বলেন, 'সকালে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে আমি কুঠিদুর্গাপুর গিয়েছিলাম। বনবিভাগের দুজন কর্মী এসেছিলেন। গ্রামের কৌতূহলী লোকজন বাঘটিকে মেরে আহত করে। আমরা উদ্ধার করে পরে অবমুক্ত করেছি।'
বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, 'সকালে সদর উপজেলার কুঠিদুর্গাপুর গ্রামের একটি মেছো বিড়াল বা মেছো বাঘ উদ্ধারের সংবাদ পেয়ে বনবিভাগের লোকজনকে পাঠানো হয়েছিল। উদ্ধার করা মেছো বিড়ালটি সামান্য আহত ছিল। সে সুস্থ হয়ে উঠবে নিশ্চিতের পর নিয়ে অবমুক্ত করা হয়েছে।'
গত ২৭ ডিসেম্বর পাশের মধুহাটি ইউনিয়নের শ্যামপুর গ্রামে আরও একটি মেছো বিড়াল উদ্ধার করা হয়। সেটিকেও অবমুক্ত করা হয়েছে বলে জানান বন বিভাগের এই কর্মকর্তা।


Comments