ঝিনাইদহে ছবি তুলতে মাঠে ঢুকে যায় দর্শক, হট্টগোলে আহত ফুটবলার

ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুরে নারীদের ফুটবল ম্যাচ চলাকালে ফুটবলারের সঙ্গে ছবি তুলতে মাঠে ঢুকে যায় কিছু দর্শক। এতে সৃষ্টি হওয়া হট্টগোলে এক ফুটবলার আহত হয়েছেন।

গতকাল শুক্রবার বিকেলে উপজেলার মান্দারতলা গ্রামের ইদ্রাকপুর জাতীয় আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে 'মান্দারতলা যুব সমাজ'-এর আয়োজনে 'শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্ট-২০২৫' অনুষ্ঠিত হয়। ম্যাচে অংশ নেয় ঢাকা নারী ফুটবল একাদশ ও সিরাজগঞ্জ নারী ফুটবল একাদশ। খেলায় সিরাজগঞ্জ নারী ফুটবল একাদশের হয়ে মাঠে নামেন পরিচিত ফুটবলার ঈশিতা ও স্বপ্না।

তারা আরও জানান, খেলা চলাকালে একজন খেলোয়াড় মাঠের সাইডে বল নিয়ে গেলে তার সঙ্গে ছবি তুলতে মাঠে নেমে যায় কয়েকজন। তাদের দেখে পরে আরও মানুষ আসতে শুরু করে। সেই সময় হট্টগোল বাধে। এতে একজন ফুটবলার আহত হন। পরে ম্যাচটি স্থগিত করা হয়।

বিষয়টি নিয়ে ম্যাচ রেফারি বুলবুল আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, খেলা শুরু হওয়ার কিছুক্ষণ পর একজন খেলোয়াড় মাঠের পূর্বপাশের সাইড লাইনে বল নিয়ে গেলে সেই পাশের দর্শকরা ফুটবলারের সঙ্গে ছবি তোলার চেষ্টা করে। সেসময় তাদের দেখে আরও লোকজন চলে আসতে থাকে। পরে সেখান থেকে খেলোয়াড়দের সরিয়ে নেওয়া হয়।

'মাঠে অনেক দর্শক থাকায় আমরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। তখন আমরা খেলোয়াড়দের নিরাপদে সরিয়ে নিই', বলেন তিনি।

'মান্দারতলা যুব সমাজ'-এর সভাপতি ও ইদ্ররাকপুর জাতীয় আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আফতাব উদ্দিন বলেন, খেলা চলাকালীন আয়োজকরাই খেলোয়াড় ও মাঠের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। পরবর্তীতে হট্টগোল বেধে গেলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সেই সময় একজন ফুটবলার সামান্য আহত হন। এরপর আর খেলা চালানো যায়নি।

ছবি: সংগৃহীত

অতিরিক্ত মূল্যে টিকিট বিক্রির অভিযোগ

এই টুর্নামেন্টে প্রবেশের জন্য টিকিটের ব্যবস্থা করা হয়। টিকিটের গায়ে মূল্য ৫০ পয়সা লেখা থাকলেও অতিরিক্ত মূল্যে তা বিক্রি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পলাশ রহমান নামে এক দর্শক ডেইলি স্টারকে জানান, টিকিটের গায়ে ৫০ পয়সা লেখা থাকলেও আয়োজকরা একেকজনের কাছ থেকে একেক পরিমাণ টাকা নিয়েছে। কারও কারও কাছ থেকে ৫০ টাকাও নিয়েছে। আয়োজকরা খেলার মাঠ থেকে টিকিট কাউন্টার অনেক দূরে রেখে মাঠের ধারণক্ষমতার বেশি টিকিট বিক্রি করেছে। ফলে টিকিট কেটেও শত শত দর্শক মাঠে জায়গা পায়নি।

তবে এই অভিযোগ অস্বীকার করে 'মান্দারতলা যুব সমাজ'-এর সভাপতি আফতাব উদ্দিন বলেছেন, টিকিটের অতিরিক্ত দাম কারো কাছ থেকে নেওয়া হয়নি। তা ছাড়া ধারণক্ষমতার বেশি টিকিট বিক্রিও হয়নি। মূলত খেলোয়াড়দের খরচের জন্য অল্পকিছু প্রবেশমূল্য নিয়ে টিকিট বিক্রি করা হয়েছে।

এই ম্যাচ আয়োজনের আগে স্থানীয় প্রশাসনের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে কি না, জানতে চাইলে তিনি জানান, আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের অনুমোদন নেওয়া হয়নি।

ছবি: সংগৃহীত

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, গতকাল উপজেলার মান্দারতলা মাঠে অপ্রীতিকর ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। আমরা আয়োজকদের এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে পূর্বেই প্রশাসনিক অনুমতি নেওয়ার ব্যাপারে বলেছি।

মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার বলেন, এই টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে আমি অবগত ছিলাম না। অপ্রীতিকর ঘটনার পরে বিষয়টি জেনেছি। টিকিট বিক্রি করে কোনো খেলা পরিচালনা করতে দেওয়া হবে না।

'এরপর থেকে মহেশপুর উপজেলায় কোনো টুর্নামেন্ট আয়োজন করতে হলে অবশ্যই উপজেলা প্রশাসনের অনুমতি নিতে হবে। আবেদনের পরে প্রশাসন বিবেচনা করবে সেই মাঠ বা এলাকা টুর্নামেন্ট আয়োজনের জন্য উপযোগী কি না', বলেন তিনি।

Comments

The Daily Star  | English

July charter proposals handed over to CA

National Consensus Commission will brief the media at the Foreign Service Academy in the afternoon

33m ago