‘আ. লীগের রাজনীতি হাইজ্যাক করে কিছু গোষ্ঠী দেশ চালাচ্ছে’

নোয়াখালীর বেগমগঞ্জে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিচ্ছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, 'আওয়ামী লীগে কোনো রাজনীতি নেই। তাদের রাজনীতি হাইজ্যাক হয়ে গেছে। তাদের রাজনীতি হাইজ্যাক করছে কিছু গোষ্ঠী, যারা এখন এই দেশকে চালাচ্ছে। আওয়ামী লীগ সরকার দেশ চালাচ্ছে না।'

আজ শুক্রবার বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

এ সময় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, 'এই সরকারের বিরুদ্ধে শিগগিরই আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হবে। সেই রূপরেখা অনুযায়ী আগামী নির্বাচনের আগে আওয়ামী লীগ সরকারকে আন্দোলনের মাধ্যমে পতন ঘটানো হবে।'

কুমিল্লায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকতউল্ল্যা বুলু ও তার স্ত্রী শামীমা বরকত লাকির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বেগমগঞ্জ উপজেলা যুবদল এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

আমির খসরু বলেন, 'আগামী নির্বাচনে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার গঠন করা হবে। আন্দোলনে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। জনগণ রাস্তায় নেমে এসেছে। তারা তাদের ভোটের অধিকার আদায় করা ছাড়া বাড়ি ফিরে যাবে না। রাজপথে আন্দোলন করেই এ সরকারের বিদায়ঘণ্টা বাজানো হবে।'

'এ সরকারের জনপ্রিয়তা কমে এসেছে' উল্লেখ করে তিনি আরও বলেন, 'আগামী নির্বাচন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে। একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে সরকারকে বাধ্য করা হবে।'

এ সময় তিনি বরকতউল্ল্যার ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান আবেদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. শাহজাহান, বিএনপির উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম প্রমুখ।

Comments

The Daily Star  | English

Millions mourn

The entire city stood in solemn tribute to Bangladesh’s first female prime minister yesterday.

6h ago