শৈলকুপায় আ. লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

স্টার অনলাইন গ্রাফিক্স

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সম্মেলনে যাওয়ার গাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে শৈলকুপায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

আজ মঙ্গলবার সকালে উপজেলার ১০ নম্বর বগুড়া ইউনিয়নের দলিলপুর-শিতালী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

শৈলকুপা থানার সেকেন্ড অফিসার পুলিশের উপপরিদর্শক আমিরুজ্জামান দ্য ডেইলি স্টারকে সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। 

আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩ রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, বগুড়া ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম ও বর্তমান ইউপি চেয়ারম্যান জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুলের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

গত রোববার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সম্মেলনে যাওয়ার পথে শীতালী বাজারে শিমুলের সমর্থক ইউপি সদস্য নায়েবের কর্মীরা নজরুল ইসলামের সমর্থক লাল্টু বিশ্বাসের গ্রুপের গাড়ি ভাঙচুর করে। এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় নায়েবের সমর্থকদের ধাওয়া দেয় লাল্টু সমর্থকরা। 

এর জেরে মঙ্গলবার সকাল ৭টার দিকে শিতালী বাজারে একজনকে কুপিয়ে আহত করে নায়েবের সমর্থকরা। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

সংঘর্ষে বকুল শেখ, রশিদ খাঁ, মিনিস্টার আলী, আকুল বিশ্বাস, শিমুল হোসেনসহ ১০ জন আহত হয়েছেন।

উপপরিদর্শক আমিরুজ্জামান বলেন, 'দলিলপুর-শিতালী গ্রামে সংঘর্ষের সঙ্গে জড়িত সবাই স্থানীয় আওয়ামী লীগের কর্মী-সমর্থক। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ ৩ রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।'

Comments

The Daily Star  | English

We’ll respond to politics with politics, not with religion: Fakhrul

BNP unfazed by Jamaat’s efforts to form alliance with Islamist parties, he says

1h ago