সিদ্ধিরগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত ১৮, আটক ৫

সিদ্ধিরগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি: সৌরভ হোসেন সিয়াম/স্টার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ শনিবার বিএনপির পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি চলাকালে দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

বিএনপি নেতাদের ভাষ্য, তারা মহাসড়কে অবস্থান নেওয়ার সময়, পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

এতে বিএনপির ১ কর্মী গুলিবিদ্ধসহ অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন বলে বিএনপি নেতারা দাবি করেন। আটক হয়েছেন অন্তত ৫ জন।

আহতদের মধ্যে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক শাহেদ আহমেদের নাম জানা গেছে।

আহত শাহেদ আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করতে চেয়েছিলাম। কিন্তু শুরুতেই আমাদের ওপর পুলিশ চড়াও হয়।' 

জানতে চাইলে জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিএনপি নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে অবস্থান না করে, বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছিল। তখন পুলিশ তাদের নিরস্ত করতে অ্যাকশনে যায়।'

এ সময় মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খানসহ ৫ জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও জানানা, সংঘর্ষে ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন।

মহাসড়কের মাতুয়াইলেও পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে ৪টি বাসে আগুন দেওয়া হয়।

এছাড়া, আজ শনিবার বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর গাবতলী, উত্তরা, ধোলাইখালসহ বেশ কিছু এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। 

  

Comments

The Daily Star  | English
foreign travel rules for government officials Bangladesh

Advisers, secretaries flouting foreign travel rules

CA upset over repeated violations; officials urged to follow directives ahead of election

59m ago