তারেক-জোবাইদাকে দেশে এনে সাজা কার্যকরের দাবিতে পররাষ্ট্রমন্ত্রীকে যুবলীগের স্মারকলিপি

পররাষ্ট্রমন্ত্রীর কাছে যুবলীগের স্মারকলিপি পেশ। ছবি: সংগৃহীত

দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর এবং বিএনপির রাজনীতি নিষিদ্ধ করাসহ কয়েকটি দাবিতে পররাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে যুবলীগ।

আজ বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের উপস্থিতিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের কাছে এই স্মারকলিপি দেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ হাবিবুর রহমান পবন, আইনজীবী মামুনুর রশীদ, মঞ্জুর আলম শাহিন ও মৃণাল কান্তি জোয়ারদার। 

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল স্মারকলিপিতে সই করেছেন।

স্মারকলিপিতে জিয়াউর রহমানকে 'খুনি' উল্লেখ করে তার মরণোত্তর বিচার ও বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত পলাতক খুনিদের অনতিবিলম্বে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকরের দাবিও জানিয়েছে যুবলীগ।
 

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

1h ago