ঈশ্বরগঞ্জে বিএনপির রোডমার্চে আ. লীগের হামলার অভিযোগ, ৩ গাড়ি ভাঙচুর

আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় রোডমার্চে অংশ নেওয়া তিনটি মাইক্রোবাস ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ বিএনপির। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিএনপির রোডমার্চে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা ও ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ রোববার বিকেল ৩টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলার ভূঁইয়া পেট্রল পাম্প এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

রোডমার্চের সমন্বয়ক ও বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

তিনি বলেন, 'আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় রোডমার্চে অংশ নেওয়া আমাদের তিনটি মাইক্রোবাস ক্ষতিগ্রস্ত হয়েছে।'

বিএনপি সূত্র জানায়, হামলায় তাদের বেশ কয়েকজন নেতাকর্মীও আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
 
যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ডেইলি স্টারকে বলেন, 'ঈশ্বরগঞ্জে দলের রোডমার্চে গাড়ি বহরের পেছন থেকে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন। তবে যুবদল নেতাকর্মীদের প্রতিরোধের মুখে তারা পালিয়ে যান।' 

শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দ।

পৃথক বিবৃতিতে তারা এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাছিনুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'হামলায় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।'

Comments

The Daily Star  | English

Banking fix may cost $5b-$6b

Says finance adviser; the amount is way below IMF’s $35b estimate

14h ago