সাভার ও ধামরাইয়ে বিএনপির ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে ছাত্র নেতা গ্রেপ্তার
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

নাশকতার মামলায় ঢাকার সাভার ও ধামরাই উপজেলায় আজ বুধবার বিএনপির ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিকেল ৫টার দিকে আমতা ইউনিয়নের বিডি ফুড কারখানার পাশে বিএনপি ও যুবদলের কিছু লোক জড়ো হয়ে সড়ক বন্ধ করে মিছিল ও নাশকতা করার চেষ্টা করে। সেখানে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করা হয়। আগের নাশকতার মামলায় অজ্ঞাত আসামি হিসেবে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।'

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা দ্য ডেইলি স্টারকে বলেন, 'সন্ধ্যায় সাভারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাভার পৌর বিএনপির সাবেক সভাপতি রমিজ উদ্দিন রমিজ, ভাকুর্তা ইউনিয়ন যুবদলের সভাপতি রহমত আলী ও বিএনপির সদস্য জহুরুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তারা আগের নাশকতা মামলায় ও সাভারে সাম্প্রতিক বাস পোড়ানো মামলার আসামি।'

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

7h ago