ধামরাইয়ে বিএনপির হামলায় এসআই আহতের অভিযোগ, আটক ৫

ধামরাইয়ে বিএনপির হামলায় এসআই আহতের অভিযোগ, আটক ৫
পুলিশের ভ্যানে হামলা চালানোর অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে। ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে বিএনপির নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ধামরাইয়ের সূতিপাড়া ইউনিয়নের কালামপুর বাজারের গাজী মার্কেটের সামনে এই ঘটনা ঘটে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ।

তিনি বলেন, 'সকাল সাড়ে ৭টার দিকে কালামপুর বাজারে বিএনপি নেতাকর্মীরা একটি মিছিল বের করে। সেসময় পুলিশ সেখানে গেলে তারা পুলিশের ভ্যানে হামলা চালায় ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এতে একজন সাব-ইন্সপেক্টর (এসআই) আহত হয়েছেন।'

'এ ঘটনায় ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে', যোগ করেন পুলিশের এই কর্মকর্তা।

বিষয়টি নিয়ে জানতে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর নম্বরে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।

Comments

The Daily Star  | English

Maduro 'captured and flown out' of Venezuela, Trump says

The US conducted a 'large-scale strike" on the country, he added

6h ago