আকাশ-স্থল-নৌপথ ভারতকে পার্টনারশিপে দিয়েছে সরকার: ফখরুল

মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

সরকার অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে ভারতের কাছে নির্ভরশীল করে ফেলবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন।

তিনি বলেন, 'তারা (সরকার) আজ পর্যন্ত বাংলাদেশের মানুষের কাছে কখনো সত্য কথা বলে নাই। সবসময় প্রতারণার আশ্রয় নিয়েছে, প্রতারণার আশ্রয় নিয়ে মানুষকে তারা বোকা বানানোর চেষ্টা করেছে।'

'যেসব সমঝোতা-চুক্তি সই করে এসেছে (সরকার), এর মধ্যে পরিষ্কার করে বলা আছে যে, এসব সমঝোতা হয়েছে। এই সমঝোতার অর্থই হচ্ছে যে, অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে নির্ভরশীল করে ফেলবে ভারতের কাছে, এটা প্রমাণিত হয়ে গেছে,' বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, 'সমঝোতার মধ্যে সবচেয়ে মারাত্মক রেল করিডোর যেটা দিচ্ছে। এই রেল করিডোর বাংলাদেশের কোনো কাজে লাগবে না। বাংলাদেশের মাটিতে তারা রেল লাইন ব্যবহার করবে, সেখানে বাংলাদেশের কোনো স্বার্থ ব্যাহত হবে না। অন্যান্য বিষয়গুলো, আকাশ-স্থল-নৌপথ সবখানে তারা (সরকার) আজ তাদেরকে (ভারত) পার্টনারশিপে দিয়ে দিয়েছে।'

তিনি আরও বলেন, 'কানেক্টিভিটিতে আমাদের আপত্তি নেই। বাংলাদেশ কি পেল, সেটাই প্রধান। আমরা তো এখানে কিচ্ছু পাইনি।'

বিএনপি মহাসচিব বলেন, 'বাংলাদেশের যে অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা, সেই পানি পাইনি, তিস্তা নদীর পানি আমরা পাইনি। আমাদের সীমান্তে হত্যা বন্ধ হচ্ছে না, আমাদের বাণিজ্য ঘাটতি আছে, তার জন্যে সেখানে স্বচ্ছ কোনো ব্যবস্থা নেয়া হয়নি।'

'সেজন্য আমরা সমঝোতা-চুক্তি নিয়ে যা বলছি, সত্য বলছি। আমরা কোনো ষড়যন্ত্রের কথা বলছি না। আমরা বলছি, এই অবৈধ সরকারই আজকে চক্রান্ত করছে যে, বাংলাদেশকে পরনির্ভরশীল করে ফেলা,' বলেন তিনি।

হোলি আর্টিজান দিবস প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, 'হোলি আর্টিজানের বিষয়টা আমরা কনডেম করেছি, যেকোনো ধরনের জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা, আমরা আন্তর্জাতিক জাতীয় জঙ্গিবাদের বিরুদ্ধে।'

'কিন্তু সরকার যেটা করেছে তারা জঙ্গিবাদের নাম করে বিরোধী পক্ষকে হয়রানি করেছে, তাদের গ্রেপ্তার করেছে এবং তাদের কারাগারে নিক্ষেপ করেছে,' বলেন তিনি।

বিকেলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নবনিযুক্ত সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীনের নেতৃত্বে আইনজীবীদের নিয়ে মির্জা ফখরুল শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন।

এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Public Service Act: Ordinance out amid Secretariat protests

The government last night issued an ordinance allowing dismissal of public servants for administrative disruptions within 14 days and without departmental proceedings.

7h ago