ব্যস্ত সড়কে বিএনপির ‘গণতন্ত্রের শোভাযাত্রা’, দুর্ভোগে জনসাধারণ

কাজিরদেউড়ি এলাকায় ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চে বক্তব্য দেন বিএনপি নেতারা। ছবি: সংগৃহীত

বাংলাদেশের সংবিধান সংশোধন করতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন দিয়ে সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

একইসঙ্গে আইন হাতে তুলে না নিয়ে ধৈর্য ধরে আন্দোলন চলমান রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে বন্দর নগরী চট্টগ্রামের কাজিরদেউড়ি এলাকায় সমাবেশে তিনি এসব মন্তব্য করেন।

কাজিরদেউড়ি আলমাস সিনেমা হলের সামনে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চে নগর বিএনপি এবং উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতারাও বক্তব্য রাখেন।

আজ মঙ্গলবার দুপুর ২টায় শুরু হওয়া এই সমাবেশে নগরী, জেলা ও আশপাশের জেলা থেকে হাজারো বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সকাল থেকেই নগরীতে জোড়ো হতে শুরু করেন দূরদুরান্ত থেকে আসা নেতাকর্মীরা।

রাস্তার ওপর সমাবেশ আয়োজন করায় ওয়াসা থেকে কাজিরদেউড়ি সড়ক ও মেহেদীবাগে যান চলাচল বন্ধ করে দেন বিএনপি নেতাকর্মীরা।

এর ফলে চকবাজার, জামালখান, লালখান বাজার, নিউমার্কে‌ট, জিইসি এবং আখতারুজ্জামান ফ্লাইওভারে যানজট দেখা দেয়।

এ সময় শিক্ষাপ্রতিষ্ঠান ফেরত শিক্ষার্থী ও অভিভাবকসহ পথচারীরা দুর্ভোগে পড়েন। গাড়ি রাস্তায় আটকে থাকায় অনেককে পায়ে হেঁটেই গন্তব্যে যেতে দেখা যায়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন বলেন, 'আওয়ামী লীগ সরকারের আমলে বিচারবহির্ভূত হত্যাকান্ডের শিকার হয়েছেন অনেকেই। এরমধ্যে এক হাজার ৭০০ জন বিএনপির নেতাকর্মী। আমরা গণতন্ত্র ছিনিয়ে এনেছি। এখন এই গণতন্ত্রকে অর্থবহ করার পালা। তার জন্য আমাদের ধৈর্য্য ধারণ করতে হবে। ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।'

তিনি বলেন, 'গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবেই। নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। সংবিধান শুধুমাত্র নির্বাচিত সরকারই সংশোধন করতে পারে। তাই যত দ্রুত সম্ভব সংস্কারমুখী ও নির্বাচিত সরকার চালু করুন। গণহত্যাকারীরা যদি আবারো রাজনীতিতে চলে আসে, তাহলে এই বাংলাদেশ পরাজিত হবে।'

সমাবেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক হুইপ জয়নুল আবদিন ফারুক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার, সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এবং সদস্য সচিব নাজিমুর রহমানসহ অনান্যরা উপস্থিত ছিলেন।

বিকাল সাড়ে ৪টার দিকে নেতাকর্মীদের নিয়ে নগরীর কোতয়ালীর লালদীঘি এলাকায় শোভাযাত্রা করে বিএনপি।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

3h ago