৬ বছর পর আগামীকাল জনসমক্ষে আসবেন খালেদা জিয়া

খালেদা জিয়া মুক্ত
খালেদা জিয়া। ফাইল ছবি সংগৃহীত

ছয় বছর পর প্রথমবারের মতো আগামীকাল বৃহস্পতিবার জনসমক্ষে আসছেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। 

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তারের বরাতে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আগামীকাল সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে বিএনপি চেয়ারপারসন কাল ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে যাবেন।

বিএনপি সূত্র জানায়, ২০১২ সালের পর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে খালেদা জিয়ার এটিই প্রথম উপস্থিতি।

এ অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অংশ নিতে গত মঙ্গলবার আমন্ত্রণ জানায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২১ নভেম্বর প্রতিষ্ঠা হয় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, আগামীকাল দেশের সব সেনানিবাস, নৌ ও বিমান ঘাঁটির সব মসজিদে ফজরের নামাজের পর বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দেশের কল্যাণ ও সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে দিবসের কর্মসূচি শুরু হবে।
 

Comments

The Daily Star  | English

Protesters set Nepal parliament on fire

Hundreds have breached the parliament area and torched the main building, a spokesman for the Parliament Secretariat says

23m ago