৭২ এর সংবিধান বাতিলের প্রয়োজন নেই: নুরুল হক নুর

গণঅধিকার পরিষদের সংবাদ সম্মেলনে কথা বলেন দলের সভাপতি নুরুল হক নুর। ছবি: সংগৃহীত

বাহাত্তরের সংবিধান বাতিলের প্রয়োজন নেই বরং সবার সঙ্গে আলোচনা করে সংশোধন করা যায় বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেছেন, বিভিন্ন সময় সংবিধান ১৭ বার সংশোধন করা হয়েছে। এটা বাতিলের প্রয়োজন নেই।

গণঅধিকার পরিষদের দলীয় কার্যালয় আলরাজি কমপ্লেক্সে আজ মঙ্গলবার সকালে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এ বিষয়ে গণমাধ্যমে একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়। 

সংবাদ সম্মেলনে নতুন বাংলাদেশ গঠনে অতীতের ভেদাভেদ ভুলে একীভূত হয়ে কাজ করার সিদ্ধান্ত জানানো হয়।

নুরুল হক নুর বলেন, বৃহত্তর স্বার্থে সকল ব্যবধান ভুলে গণঅধিকার পরিষদকে এক করা হয়েছে। দু'একজন এর বাইরে থাকতে পারে। তিনি আশা করেন, সময়ের সঙ্গে সঙ্গে এরা সবাই যুক্ত হবেন।

এসময় তিনি বলেন, এই জাতি একবারই স্বাধীন হয়। ৭১ এর সাথে ২৪ এর তুলনা চলে না।

নুর বলেন, আমরা ইতোমধ্যে সরকারের নানা দুর্বলতা লক্ষ্য করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতির এখনো উন্নতি হয়নি। আওয়ামী হাইকমান্ডের লোকজন পালিয়ে যাচ্ছে, সচিবালয়ে আগুন আমাদের হতাশ করছে। শিক্ষার্থীরা একটি ঘোষণাপত্রের উদ্যোগ নিয়েছিল। প্রধান উপদেষ্টা সেটিকে সার্বজনীন করার উদ্যোগ নিয়ে জাতিকে একটি বিভাজন থেকে রক্ষা করেছেন। আগামীর নতুন বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। এই পরিস্থিতিতে যেকোন হঠকারী সিদ্ধান্ত দেশকে পেছনে নিয়ে যাবে। দেশ ও জাতিকে রক্ষায় ঐক্য ও সংহতির ভিত্তিতেই দেশ চালাতে হবে।

এসময় বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁনসহ অন্যরা।

Comments

The Daily Star  | English

Govt belt-tightening saved Tk 5,689cr in FY25

The amount is more than twice the Tk 2,500 crore saved a year earlier.

9h ago