গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন মামুন
রাশেদ খান পদত্যাগ করার পর গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন হাসান আল মামুন। তিনি এতদিন দলটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
গতকাল শনিবার রাতে গণঅধিকার পরিষদের সর্বোচ্চ ফোরামের অনলাইন সভায় সর্বসম্মত এই সিদ্ধান্ত হয়।
দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন দলটির গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।
তিনি বলেন, দলীয় সভায় হাসান আল মামুনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে। তাকেই পূর্ণ দায়িত্ব দেওয়া হবে কি না বা ভোটাভুটি হবে, তা পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রসঙ্গত, শনিবার বিএনপিতে যোগ দেন রাশেদ খান। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন।

Comments