গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রদলের ইসরায়েলবিরোধী বিক্ষোভ সমাবেশ। ছবি: এমরান হোসেন/স্টার

গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করছে ছাত্রদল।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে তারা এই সমাবেশ শুরু করে।

এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ, নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলসহ দলীয় নেতাকর্মীরা অংশ নিয়েছেন।

ছবি: এমরান হোসেন/স্টার

ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের সংবাদদাতা জানান, বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা ফিলিস্তিনের পতাকা হাতে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়েছেন। এসময় তাদের ইসরায়েলের আগ্রাসনবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

Comments

The Daily Star  | English

Northern region drying up amid freshwater loss

Freshwater, both surface and groundwater, from northern Bangladesh has been declining steadily for the past two decades, reveals a new global study.

9h ago