ঢাকায় খালেদা জিয়া, ১৭ বছর পর দেশের মাটিতে জোবাইদা রহমান

দেশে ফিরেছেন খালেদা জিয়া ও জোবাইদা রহমান। ছবি: বিএনপি মিডিয়া সেল

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উড়োজাহাজটি বিমানবন্দরে পৌঁছায়।

উড়োজাহাজের লাইভ অবস্থান প্রদর্শনকারী প্লেনফাইন্ডারে দেখা যায়, সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরে অবতরন করে।

খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরেছেন তার পুত্রবধূ ডা. জোবাইদা রহমানও। ১৭ বছর পর দেশের মাটিতে ফিরলেন তিনি।

২০০৮ সালের ১১ সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনের উদ্দেশে বাংলাদেশ ছেড়েছিলেন জোবাইদা। এরপর দীর্ঘ সময় দেশে ফিরতে পারেননি তিনি।

জোবাইদা রহমানের জন্ম সিলেট জেলায়। তিনি প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর মেয়ে। মাহবুব আলী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশের নৌবাহিনীর প্রধান ছিলেন। হুসেইন মুহম্মদ এরশাদের সরকারের সময়েও তিনি যোগাযোগ ও কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী জুবাইদা রহমানের চাচা।

লন্ডনে চার মাস চিকিৎসা শেষে দেশে ফেরার পর খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দর থেকে গুলশানে বাসভবন ফিরোজা পর্যন্ত সড়কের দুই পাশে হাজারো নেতাকর্মী অপেক্ষা করছেন।

খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরেছেন তার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শার্মিলা রহমান এবং ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির জানিয়েছেন, গুলশান-২ এ খালেদা জিয়ার বাসভবন 'ফিরোজা' তাকে বরণ করতে সম্পূর্ণরূপে প্রস্তুত রাখা হয়েছে।

গত ৭ জানুয়ারি রাত পৌনে ১২টায় কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া।

Comments

The Daily Star  | English

Nepal PM Oli quits as anti-corruption protests spiral, his aide says

The Himalayan country has struggled with political instability and economic uncertainty since protests led to the abolition of its monarchy in 2008.

56m ago