মায়ের সঙ্গে দেখা করতে এভারকেয়ারে তারেক রহমান

এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করছেন তারেক রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন তার ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ বৃহস্পতিবার বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে তিনি এভারকেয়ারে পৌঁছান।

বিকেল ৫টা ১০ মিনিটের দিকে তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান ও কন্যা জাইমা রহমানও এভারকেয়ার হাসপাতালে পৌঁছান।

এভারকেয়ার হাসপাতালের সামনে তারেক রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

এদিকে তারেক রহমানকে একনজর দেখার অপেক্ষায় এভারকেয়ারের সামনে জড়ো হয়েছেন দলটির নেতাকর্মীরা।

আজ দুপুর ২টার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে গিয়ে দেখা যায়, হাসপাতালের বাইরে সড়কের পাশে ব্যানার হাতে দাঁড়িয়ে আছেন বিএনপির সমর্থকেরা। বাড়তি নিরাপত্তার অংশ হিসেবে হাসপাতালের সামনের সড়কে চলাচল সীমিত করা হয়েছে। শুধু রোগী ও অনুমোদিত যানবাহনকেই সেখানে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। এ সময় সেখানে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসারসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের মোতায়েন থাকতে দেখা গেছে।

এভারকেয়ার হাসপাতালের মূল গেট দিয়ে প্রবেশ করছেন তারেক রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

দীর্ঘ ১৭ বছর পর আজ সকালে দেশে ফিরেছেন তারেক রহমান। একইসঙ্গে ফিরেছেন তার স্ত্রী জোবায়দা রহমান ও কন্যা জাইমা রহমান। আজ সকাল ১১টা ৫০ মিনিটে ফ্লাইট থেকে নামেন তারা।

এরপর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক) এলাকায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে ভাষণ শেষে বিকেল সাড়ে ৪টার দিকে তিনি এভারকেয়ারের উদ্দেশে রওনা দেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রায় এক মাস ধরে বেসরকারি এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে তিনি এভারকেয়ারে পৌঁছান। ছবি: স্টার

এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবনে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

উল্লেখ্য, ২০০৭ সালে ওয়ান-ইলেভেন তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হন তারেক রহমান। এক বছর কারাভোগের পর ২০০৮ সালে চিকিৎসার জন্য স্ত্রী ও মেয়েকে নিয়ে লন্ডনে যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছিলেন।

Comments

The Daily Star  | English
Khaleda Zia contribution to Bangladesh democracy

A leader who strengthened our struggle for democracy

Khaleda Zia leaves behind an enduring legacy of service.

13h ago