ঢাকা-১৭ আসনের মনোনয়নপত্র নিলেন তারেক রহমান
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১৭ সংসদীয় আসনের প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ রবিবার সকালে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তার পক্ষে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার মনোনয়নপত্র সংগ্রহ করেন বলে জানায় বিএনপির মিডিয়া সেল।
গুলশান, বনানী ও বারিধারার মতো এলাকা নিয়ে গঠিত ঢাকা–১৭ আসনটি আগে বিএনপি-জোটের শরিক বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থর জন্য বরাদ্দ ছিল। এই সমঝোতার অংশ হিসেবে বিএনপি ওই আসনে কোনো প্রার্থী ঘোষণা করেনি।
দলীয় সূত্র জানায়, গতকাল দলের জ্যেষ্ঠ নেতারা তারেক রহমানকে ঢাকা–১৭ আসন থেকে নির্বাচন করার অনুরোধ জানান। এরপরই আন্দালিভ রহমান পার্থ ভোলা–১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ সংসদীয় আসন থেকেও নির্বাচন করতে যাচ্ছেন।


Comments