ঢাকা-১৭ আসনের উপনির্বাচন

৩ ঘণ্টার মাথায় স্বতন্ত্র প্রার্থী তরিকুলের ভোট বর্জন, বললেন ‘সুষ্ঠু পরিবেশ নেই’

মো. তরিকুল ইসলাম
স্বতন্ত্র প্রার্থী মো. তরিকুল ইসলাম | ছবি: সংগৃহীত

ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরুর ৩ ঘণ্টার মাথায় নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. তরিকুল ইসলাম।

তিনি বলেন, 'নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই। এই সরকারের অধীনের কোনো নির্বাচনই সুষ্ঠু হতে পারে না।'

তিনি অভিযোগ করেন, তার এজেন্টদের ভোট কেন্দ্র থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং একটি কেন্দ্র পরিদর্শনের সময় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে।

তার মতে, প্রার্থীদের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়নি।

তিনি ছাড়াও এ আসনের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর মো. আশরাফুল আলম (হিরো আলম)।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড এবং ঢাকা সেনানিবাস এলাকা নিয়ে গঠিত এই আসনে ভোটকেন্দ্র আছে ১২৫টি এবং ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন।

এই আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে দ্বাদশ সংসদ নির্বাচনের ৫ মাস আগে এ উপনির্বাচন হচ্ছে।

১২৪টি ভোটকেন্দ্রের ৬০৫টি ভোটকক্ষে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ চলবে।

এ আসনে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন ৮ জন। তাদের মধ্যে দলীয় প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের মোহম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান, জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. আকবর হোসেন।

Comments

The Daily Star  | English

ICT cases over July atrocities: Two-thirds of 206 accused absconding

Law enforcers have managed to arrest only 73 out of the 206 accused after the ICT issued warrants for their arrests

10h ago