হাতিয়ায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ২৫

আহত একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ায় বিএনপির দুই পক্ষের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'মঙ্গলবার দুপুর ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার তমরুদ্দি বাজারের আশপাশে দফায় দফায় হামলা-সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সেখানে পুলিশ মোতায়েন করা হয়।'

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, 'কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান ওরফে শামীমের অনুসারী ও হাতিয়ার সাবেক সংসদ সদস্য ফজলুল আজিমের অনুসারী আলমগীর কবিরের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।'

মাহবুবের রহমান শামীমের অনুসারীদের অভিযোগ, তমরুদ্দি বাজারে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের একটি অংশ। অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয় মাহবুবের রহমান শামীমকে। তবে পুনর্মিলনী অনুষ্ঠানে আসার পথে তমরুদ্দি বাজারে তাদের বাধা দেওয়া হয়। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আলমগীর কবিরের সমর্থকরা তাদের ওপর হামলা করে। আলমগীর কবির সাবেক সংসদ সদস্য ফজলুল আজিমের অনুসারী।

প্রত্যক্ষদর্শীরা জানান, দফায় দফায় চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। পরে খবর পেয়ে হাতিয়া থানা পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে জানতে চাইলে মাহবুবের রহমান শামীম ডেইলি স্টারকে বলেন, 'অনুষ্ঠানে মিছিল নিয়ে আসার সময় দুই নং ওয়ার্ডের খেরুদিয়া এলাকায় বিএনপি থেকে বহিষ্কৃত আলমগীর কবির তার লোকজন নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় আমাদের পাঁচ কর্মী আহত হয়।'

তবে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আলমগীর কবির এ অভিযোগ অস্বীকার করেন।

তার ভাষ্য, 'তমরুদ্দি এলাকায় আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। এতে বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছেন।'

Comments

The Daily Star  | English

'Some of your men are working in favour of a particular party'

Jamaat tells chief adviser; presses for constitutional recognition of July Charter

2h ago