দেশের অর্থনীতি পুনরুদ্ধারে নির্বাচিত সরকার প্রয়োজন: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর | স্টার ফাইল ফটো

দেশের ধীরগতির অর্থনীতিকে পুনরুদ্ধারের জন্য একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার গঠনের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, 'দেশের অর্থনীতি পুনরুদ্ধারের জন্য নির্বাচিত সরকারের বিকল্প নেই।'

আজ সোমবার বিএনপির গুলশান কার্যালয়ে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেলের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, বিএনপি একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা নিশ্চিত করতে কাজ করছে।

কর্মসংস্থান সৃষ্টিতে বেসরকারি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উল্লেখ করে তিনি বলেন, বেকারত্ব মোকাবিলায় বেসরকারি খাতের উন্নয়নকে অগ্রাধিকার দেবে বিএনপি।

বিটিএমএ সভাপতি রাসেল বহুদলীয় গণতন্ত্রের প্রতি অঙ্গীকার এবং বিভিন্ন মত ও দৃষ্টিভঙ্গিকে সম্মান করার জন্য বিএনপির প্রশংসা করেন।

তিনি স্মরণ করেন যে, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করতে বেসরকারি খাতকে গুরুত্ব দিয়েছিলেন।

সাবেক আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে রাসেল অভিযোগ করেন, শেখ হাসিনার শাসনামলে দুর্নীতি দেশের ব্যবসা, বাণিজ্য এবং ব্যাংকিং খাতকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

তিনি আশ্বস্ত করেন, বিএনপি ভোটের মাধ্যমে ক্ষমতায় এলে বর্তমান অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে ব্যবসায়ীদের পূর্ণ সমর্থন দেবে।

এসময় তারা দেশের অর্থনীতির বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন।

Comments

The Daily Star  | English

Fire breaks out at building in Mirpur's Kalshi

Cause of the fire could not be known immediately

40m ago