নিবন্ধন পাচ্ছে এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জাতীয় লীগকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
এ ছাড়া, তিনটি দলের বিষয়ে অধিকতর পর্যালোচনা ও নয়টি দলের বিষয়ে অধিকতর তদন্ত করছে ইসি। পাশাপাশি একটি দলের নিবন্ধন হাইকোর্টের রায়ের পর পর্যালোচনা করবে ইসি।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন ইসি সচিব আখতার আহমেদ।
তিনি জানান, ১৪৩টি দল আবেদন করেছিল। এরমধ্যে ২২টি দলের তথ্য মাঠপর্যায়ে পর্যালোচনা করা হয়েছে। এই তথ্য পর্যালোচনার পরে দুটি দল প্রাথমিকভাবে শর্ত পূরণ করেছে। একটি জাতীয় নাগরিক পার্টি, আরেকটি বাংলাদেশ জাতীয় লীগ।
আখতার আহমেদ বলেন, 'জাতীয় নাগরিক পার্টি ও বাংলাদেশ জাতীয় লীগের বিষয়ে আমরা এখন পত্রিকায় বিজ্ঞপ্তি দেবো যে, তাদের ব্যাপারে কোনো আপত্তি আছে কিনা।'
এনসিপির প্রতীকের বিষয়ে ইসি সচিব বলেন, 'জাতীয় নাগরিক পার্টির প্রতীক নিয়ে একটা বিষয় অনিষ্পন্ন আছে। তারা যে প্রতীকটা চেয়েছেন, সে প্রতীকটা আমাদের প্রতীক সংক্রান্ত বিধিমালার তফসিলে নেই। এ কারণে আমরা তাদের কাছে একটা প্রতীক নিশ্চিত করার জন্য চিঠি দেবো। সে চিঠিটা পাওয়ার পর তারা আমাদের যে প্রতীকটা বলবেন, সেই প্রতীক উল্লেখ করে আমরা তাদের নামে বিজ্ঞপ্তি দেবো।'
তিনটি দলের নিবন্ধনের বিষয়ে অধিকতর পর্যালোচনা চলমান জানিয়ে আখতার আহমেদ জানান, এই দলগুলো হলো- বাংলাদেশ আম জনগণ পার্টি, জাতীয় জনতা পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-শাহজাহান সিরাজ)।
নয়টি দলের জেলা ও উপজেলা পর্যায়ে দপ্তরের অস্তিত্ব ও কার্যকারিতার বিষয়ে অধিকতর তদন্ত করবে ইসি। এই দলগুলো হলো— আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা ও জনতা পার্টি বাংলাদেশ।
এ ছাড়া, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নিবন্ধনের ক্ষেত্রে হাইকোর্টের রায়ের অপেক্ষায় আছে ইসি।
সাত দলের নিবন্ধন নামঞ্জুর
এই দলগুলো হলো— ফরোয়ার্ড পার্টি, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি), বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-সিপিবি এম), জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ বেকার সমাজ (বাবেস), বাংলাদেশ সলুশন পার্টি ও নতুন বাংলাদেশ পার্টি।
নতুন দলের বিজ্ঞপ্তি কবে হবে জানতে চাইলে ইসি সচিব বলেন, 'বিজ্ঞপ্তি হয়তো কয়েক দফায় হয়ে যাবে। আমি ঠিকভাবে সিদ্ধান্তটা বলতে পারছি না। এই কয়দিনের মধ্যে যদি পর্যালোচনায় আরও তিনটা দল আসে, তাহলে একসঙ্গে দিয়ে দেবো।'
Comments