একটি বিশ্ব মোড়ল ও দুটি আঞ্চলিক শক্তি দেশে প্রভাব বিস্তারের চেষ্টা করছে: সালাহউদ্দিন

একটি বিশ্ব মোড়ল ও দুটি আঞ্চলিক শক্তি দেশে প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের ষষ্ঠ শাহাদাতবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল 'মত প্রকাশ থেকে মৃত্যু: শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যাসিবাদের বিস্তার ও প্রতিরোধ' শীর্ষক এই সভার আয়োজন করে।
সালাহউদ্দিন বলেন, 'এই মুহূর্তে যে বিষয় নিয়ে কথা বলা উচিত তা হচ্ছে, পৃথিবীতে তিনটি শক্তি আমাদের এখানে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। দুটি আঞ্চলিক শক্তি, পরাশক্তিও বটে তারা এবং একটি বিশ্ব মোড়ল। সবাই এখানে একটা হেজিমনি সৃষ্টি করার চেষ্টা করছে। প্রত্যেকের ইন্টারেস্ট আলাদা আলাদা। কিন্তু আমাদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে তিনটির দ্বারা একইভাবে।'
এ সময় তিনি সবাইকে সচেতন থাকার অনুরোধ জানান।
আবরার ফাহাদ আধিপত্যবাদের জলাঞ্জলি হয়েছে মন্তব্য করে সালাহউদ্দিন বলেন, 'বাংলাদেশে যারা কলম নিয়ে যুদ্ধ করেছে তাদের অনেক যোদ্ধাদের কথা বলি, যারা সাংবাদিক, কারাগারে নির্যাতিত হয়ে পরে মৃত্যুবরণ করেছে আমরা তাদের কথা বলি। যেসব ছাত্র-যুবক, যারা সোশ্যাল মিডিয়াতে তাদের বক্তব্য প্রচার করেছে, জীবন দিয়েছে, তাদের কথা বলি। এসব শরীরের রক্ত একই সূত্রে গাঁথা।'
আবরার ফাহাদের আত্মার মাগফিরাত কামনা করে তিনি বলেন, 'নির্বাসিত জীবনে এই একটি ঘটনায় এত বেশি ব্যতীত হয়েছিলাম, চিন্তা করেছিলাম বাংলাদেশের মেধাবী ছাত্ররা, যারা বাংলাদেশের স্বার্থের পক্ষে, জনগণের পক্ষে, দেশের পক্ষে কথা বলে, তাদের সংখ্যা তো নেহায়েত কম নয়!'
তিনি আরও বলেন, 'সেদিন বুঝতে পেরেছিলাম, এভাবে বাংলাদেশে হয়তো শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলা যেত কোনো না কোনোভাবে। হয়তো তাকে জেলে যেতে হতো, নির্যাতিত হতে হতো, গুম হতে হতো। কিন্তু ভারতীয়দের বিরুদ্ধে কথা বললে তাকে জীবন দিতে হতো, এটা আমরা তখন বুঝেছি। সেই কারণে আবরারকে হত্যা করা হয়েছে, যাতে আধিপত্যবাদের বিরুদ্ধে কেউ কথা না বলতে পারে। উচ্চকণ্ঠ না হতে পারে।'
'সবার আগে বাংলাদেশ' নীতিতে এক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'সবার আগে বাংলাদেশ এই নীতি আমরা এ জন্যই ঘোষণা করেছি, এই তিনটা শব্দের মধ্যে সারা বাংলাদেশ জীবিত থাকবে। সারা বাংলাদেশের মানুষের স্বার্থ নিহিত থাকবে। এই তিনটা শব্দের মধ্যেই আমরা উজ্জীবিত হবো স্বাধীনতার মূল মন্ত্রে।'
'সবার আগে বাংলাদেশ পররাষ্ট্রনীতিতে, সবার আগে বাংলাদেশ আন্তর্জাতিক চুক্তিতে, সবার আগে বাংলাদেশ যেকোনো বিষয়ে, আমাদের নীতিকরণের প্রক্রিয়ার মধ্যে। কারণ আমরা যদি আমাদের দেশের স্বার্থকে, জনগণের স্বার্থকে প্রাধান্য দেই, এক নম্বরে রাখি, তাহলে আমরা জাতি হিসেবে কোনোদিন ভুল পথে পরিচালিত হবো না,' যোগ করেন তিনি।
এই নীতি প্রতিষ্ঠা করতেই হবে বলে মন্তব্য করেন সালাহউদ্দিন।
শিক্ষার্থীদের বাহুর চেয়ে মেধাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে এই বিএনপি নেতা বলেন, 'আমরা সব সময় মনে করি, শক্তির প্রধান উৎস হবে মেধা এবং প্রতিবাদ। কেউ যদি বাহু বলে কথা বলে, তার পরিণতি হাসিনার মতোই হবে।'
Comments