গণভোটে পিআর প্রস্তাব অন্তর্ভুক্ত করার দাবি জামায়াতের

বায়তুল মোকাররম দক্ষিণ গেটে জামায়াতে ইসলামের সমাবেশ। ছবি: পলাশ খান/স্টার

জুলাই সনদ বাস্তবায়নে আগামী নভেম্বর মাসেই গণভোট চাওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী বলছে, এই গণভোটে সংসদ নির্বাচনের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির প্রস্তাবও অন্তর্ভুক্ত করতে হবে।

আজ শুক্রবার ঢাকায় এক বিক্ষোভ সমাবেশ থেকে এই দাবির কথা জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে দ্বিতীয় দফায় ডাকা যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে এদিন জুমার নামাজের পর বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে এ সমাবেশ হয়।

সমাবেশ থেকে দলের সেক্রেটারি জেনারেল বলেন, 'জনগণ যদি পিআর- এর পক্ষে মত দেয় সব দলকে সেটা মানতে হবে। যদি অধিকাংশ মানুষ পিআর পদ্ধতি না মানে আমরা জামায়াতে ইসলামী সেই প্রস্তাব মেনে নেবো। কিন্তু জাতির মতামত না নিয়ে পিআরকে উপেক্ষা করা যাবে না।'

গোলাম পরওয়ার আরও বলেন, 'আমরা সরকারের কাছে, ঐকমত্য কমিশনের কাছে বলব জুলাই সনদ স্বাক্ষরের আগে আপনারা পিআর পদ্ধতির ব্যাপারে একমত হয়ে জাতির আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করুন।'

জুলাই সনদ বাস্তবায়নে গণভোট প্রশ্নে জাতীয় ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য হলেও তা কবে হবে, তা নিয়ে মতভেদ কাটেনি। বিএনপি ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটে রাজি হলেও তাতে আপত্তি রয়েছে জামায়াতের।

আবার জামায়াতে ইসলামী, এনসিপিসহ কয়েকটি দল নির্বাচনে পিআর পদ্ধতি চালুর দাবি জানিয়ে আসলেও বিএনপিসহ কয়েকটি দল এর প্রবল বিরোধিতা করে বর্তমান পদ্ধতিতে সরাসরি ভোট চাইছে। 

গোলাম পরওয়ার বলেন, 'কোনো বিজ্ঞ-ব্যক্তিত্বসম্পন্ন রাজনীতিবিদের কোনো কর্মসূচি, কোনো পদ্ধতির ব্যাপারে ভিন্নমত পোষণ করার অধিকার আছে। কিন্তু দেশের অন্যতম রাজনৈতিক দলের ঘোষিত কর্মসূচির এমন গুরুত্বপূর্ণ বিষয়ে তুচ্ছতাচ্ছিল্য করার কোনো অধিকার নেই।'

এই জামায়াত নেতার অভিযোগ, নির্বাচনের আগে কোথাও লেভেল প্লেয়িং ফিল্ড মানা হচ্ছে না। তিনি বলেন, 'ওসি, ডিসি, ইউএনও, সচিবালয়ের কর্মকর্তা এবং আমলা যারা আছেন, ইভেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্য থেকে অনেকের ভূমিকা এখনো জাতির সামনে প্রশ্নবিদ্ধ। কোনো বিশেষ দলের প্রতি দুর্বল হয়ে, কারও চাপে মাথানত করে প্রশাসনে কোনো দলের পছন্দের লোককে বেছে বেছে পদায়ন করে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা অব্যাহত আছে। 

'এগুলো বন্ধ করে নির্বাচনের মাঠকে সমান সমতল করতে হবে। প্রত্যেকটি ছোটবড় দল যেন নির্বাচনের সমান রাজনৈতিক, সাংবিধানিক, নির্বাচন কমিশন প্রদত্ত সকল সুযোগ অবাধে সমানভাবে ভোগ করতে পারে।'

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'একদিকে আপনি (প্রধান উপদেষ্টা) যেমন সরকারের প্রধান, অন্যদিকে জাতীয় ঐকমত্য কমিশনেরও প্রধান। দুইটি প্রধান দায়িত্ব নিয়ে আপনি শক্ত থাকবেন। আপনার চারিদিকে কিছু উপদেষ্টাগণ আছেন (যারা) মাঝে মাঝে কোনোদিকে আপনাকে ঠেলে দিয়ে কোনো একটি বিশেষ দলের প্রতি তাদের আনুগত্য প্রদর্শনের অপচেষ্টা চালাচ্ছেন। আমরা এই দৃশ্য আর দেখতে চাই না।'

জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন এবং ভোটে পিআর পদ্ধতি চালুসহ পাঁচ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে সেপ্টেম্বরের মধ্যভাগ থেকে তিনদিনের কর্মসূচি পালন করে জামায়াতসহ সাতটি রাজনৈতিক দল।

পরে ৩০ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় একটি বাদে যুগপৎ আন্দোলনে থাকা সবগুলো দলের পক্ষ থেকে আলাদা আলাদাভাবে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়।

এর অংশ হিসেবে ১ থেকে ৯ অক্টোবর পর্যন্ত সারাদেশে গণসংযোগ করে জামায়াত। আজ ছিল ঢাকাসহ সব বিভাগীয় শহরে গণমিছিল এবং মিছিলপূর্ব সমাবেশের আয়োজন।

আগামী রোববার সারাদেশে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেবে দলটি।

আজ শুক্রবার বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ শেষে জামায়াতের গণমিছিলটি জিরো পয়েন্ট ও পল্টন হয়ে কাকরাইল গিয়ে শেষ হয়।

কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সমাবেশে সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।

Comments

The Daily Star  | English

Ocean of mourners gather to pay tribute to Khaleda Zia

Crowds spilled over into surrounding areas, with large gatherings seen in Farmgate, Karwan Bazar and nearby localities

2h ago