প্রতিটি মেয়ের স্বপ্ন দেখার অধিকারকে সম্মান জানাই: তারেক রহমান

তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপি এমন এক বাংলাদেশ গড়তে চায়, যেখানে প্রতিটি মেয়েশিশু স্বাধীনতা, সুযোগ ও নিরাপত্তা পাবে, ঠিক যেমনটা তাদের বাবা-মা চায়। আজ শনিবার আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে দেওয়া এক ফেসবুক পোস্টে এ কথা বলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, 'আসুন, প্রতিটি মেয়ের স্বপ্ন দেখার, শেখার, নেতৃত্ব দেওয়ার এবং মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকারকে সম্মান জানাই।'

তারেক রহমান আরও বলেন, 'একজন কন্যার বাবা হিসেবে আমি জানি, নারীর ক্ষমতায়ন শুধু একটি নীতি নয়, এটি একটি ব্যক্তিগত অনুভূতির বিষয়।'

বিএনপি সরকার অতীতে মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে ভূমিকা রেখেছে এবং সুযোগ পেলে ভবিষ্যতে আরও বেশি কিছু করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে ফেসবুক পোস্টে করেন তিনি।

তিনি বলেন, 'আমরা দেখেছি, রাষ্ট্রপতি জিয়াউর রহমান কীভাবে পোশাক খাতের বিকাশে নেতৃত্ব দিয়েছিলেন, যা শুধু একটি শিল্পের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। এর মাধ্যমে লাখ লাখ নারী আনুষ্ঠানিক কর্মক্ষেত্রে প্রবেশ করে আয়, সম্মান ও স্বাধীনতা অর্জন করেন। তার তত্ত্বাবধানেই নারী ও মেয়েদের জীবনযাত্রার মানোন্নয়নের জন্য নারীবিষয়ক মন্ত্রণালয় গঠিত হয়েছিল।'

নারীদের জন্য শিক্ষা বিশেষ সুবিধা নয়, বরং অধিকার—এই অধিকার নিশ্চিত করতে খালেদা জিয়াকে কৃতিত্ব দেন তারেক রহমান। তিনি বলেন, দশম শ্রেণি পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করা হয়েছিল। 'শিক্ষার জন্য খাদ্য' এবং 'উপবৃত্তি'র মতো উদ্যোগ লাখ লাখ মেয়েকে স্কুলে ধরে রাখতে সাহায্য করেছে, যা পরিবারগুলোর ভবিষ্যৎ বদলে দিয়েছে এবং একটি ক্ষমতায়িত নারী প্রজন্ম তৈরিতে ভূমিকা রেখেছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, যুগান্তকারী 'মাধ্যমিক পর্যায়ে নারীশিক্ষা সহায়তা প্রকল্প'-এর মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো মাধ্যমিক শিক্ষায় জেন্ডার সমতা অর্জিত হয়, যা উল্লেখযোগ্যভাবে বাল্যবিবাহ কমিয়েছে। পরে এই মডেলটি মেয়েদের শিক্ষা ও ক্ষমতায়নের ক্ষেত্রে একটি বৈশ্বিক নজির হিসেবে অন্যান্য উন্নয়নশীল দেশ গ্রহণ করে।

ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে নারী ও মেয়েদের সহায়তায় বিভিন্ন উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথা জানান তারেক রহমান।

Comments

The Daily Star  | English
foreign travel rules for government officials Bangladesh

Advisers, secretaries flouting foreign travel rules

CA upset over repeated violations; officials urged to follow directives ahead of election

35m ago