‘জোট হলেও দলীয় প্রতীকে ভোট’–আরপিওর এই সংশোধনীতে ইসিতে বিএনপির আপত্তি

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ নির্বাচন কমিশনে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি: স্টার

জোটবদ্ধ হয়ে নির্বাচন করলেও শরিক দলগুলোকে নিজ নিজ দলীয় প্রতীক ব্যবহার করতে হবে—গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) এমন সংশোধনীতে আপত্তির কথা নির্বাচন কমিশনে জানিয়েছে বিএনপি। দলটি বলেছে, এই পরিবর্তন তাদের কাছে গ্রহণযোগ্য নয়।

আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ও ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠক করে আপত্তির কথা জানায় দলটি। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। প্রতিনিধিদলে ইসির সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়াও উপস্থিত ছিলেন।

সম্প্রতি আরপিও সংশোধনে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে অনুচ্ছেদ-২০-এ জোটগত নির্বাচন বিষয়ে বলা হয়েছে, জোট মনোনীত প্রার্থী হলেও তাকে নিজের দলের প্রতীকে নির্বাচন করতে হবে।

এই পরিবর্তনের বিষয়েই আপত্তি জানিয়েছে বিএনপি। ইসমাইল জবিউল্লাহ সাংবাদিকদের বলেন, 'অতীতে জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল জোটবদ্ধ হয়ে নিজেদের বা জোটের অন্য কোনো দলের প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছে। এটা তাদের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার। এই প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠানে এর আগে কোনো সমস্যা হয়নি।'

তিনি বলেন, 'দীর্ঘদিন ধরে প্রচলিত এই প্রক্রিয়া পরিবর্তনের কোনো দাবি ছিল না। এ বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে আলোচনাকালে আরপিওর ২০ নম্বর অনুচ্ছেদে কোনো পরিবর্তন আনা হবে না বলে বিএনপিকে আশ্বস্ত করা হয়েছিল। কিন্তু হঠাৎ করেই পত্রিকায় খবর এল যে জোট করলেও দলীয় প্রতীকে ভোট করতে হবে।'

ইসমাইল জবিউল্লাহ বলেন, 'জোট গঠনের মূল উদ্দেশ্য নির্বাচনে জয়ী হওয়া। জোটবদ্ধ দলগুলোর পছন্দ অনুযায়ী প্রতীক চাওয়ার অধিকার আছে। এভাবেই এত দিন প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে এবং এতে কোনো সমস্যা হয়নি। এই প্রচলিত পদ্ধতি পরিবর্তনের প্রয়োজনীয়তা কেন দেখা দিল, তা আমাদের বোধগম্য নয়।'

তিনি আরও বলেন, 'তাছাড়া নির্বাচনের প্রধান অংশীজন অর্থাৎ রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা ছাড়াই এমন একটি বড় সিদ্ধান্ত গ্রহণ অনভিপ্রেত এবং আমাদের কাছে অগ্রহণযোগ্য।'

বিএনপি মনে করে, আরপিওর এই সংশোধনী রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করেছে। ইসমাইল জবিউল্লাহ বলেন, 'জোটবদ্ধ হয়ে নির্বাচন করা আরপিওতে বৈধ এবং এটাই দীর্ঘদিনের রীতি। জোটবদ্ধ দলের যেকোনো প্রতীক নিয়ে নির্বাচন করার অধিকার তাদের গণতান্ত্রিক অধিকার। সেই অধিকার ক্ষুণ্ন করার কোনো সুযোগ আছে বলে বিএনপি মনে করে না। তাই আমরা আরপিওর ২০ অনুচ্ছেদের পূর্বের বিধান বহাল রাখার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি।'

তিনি জানান, এ–সংক্রান্ত একটি চিঠি বিএনপির পক্ষ থেকে কমিশনে দেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

Millions mourn

The entire city stood in solemn tribute to Bangladesh’s first female prime minister yesterday.

6h ago