দলগুলোর সঙ্গে আলোচনায় জামায়াতের দুই সদস্যের কমিটি
নির্বাচনী কাঠামো, জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট বিষয়ে 'সমঝোতামূলক রূপরেখা' তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার জন্য দুই সদস্যের একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
কমিটির সদস্যরা হলেন—সংগঠনটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
আজ বুধবার সংগঠনটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সন্ধ্যায় রাজধানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এই কমিটি গঠন করেন।
এর আগে গত রোববার এক সংবাদ সম্মেলনে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট আয়োজনসহ জাতীয় নির্বাচন ঘিরে তৈরি হওয়া 'রাজনৈতিক সংকট' নিরসনে বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জানান জামায়াতের নায়েবে আমির তাহের।
পরদিন সোমবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ রাজনৈতিক দলগুলোর মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে মতভেদে উদ্বেগ প্রকাশ করে জানায়, দলগুলো দ্রুত নিজেদের মধ্যে আলোচনা করে সরকারের কাছে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা দেবে। একই সঙ্গে বলা হয়, এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত না এলে সরকার তার মতো করে সিদ্ধান্ত নেবে।
ওই দিন যুগপৎ আন্দোলনে থাকা জামায়াত, ইসলামী আন্দোলনসহ সমমনা আট দলের সংবাদ সম্মেলনেও রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করেন তাহের।
এ সময় আলোচনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে 'রেফারির' ভূমিকায় দেখার আশা প্রকাশ করেন তিনি।
এদিকে আরেকটি বিজ্ঞপ্তিতে জামায়াত জানিয়েছে, আজ বিকেল সাড়ে ৩টায় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের নেতৃত্বে জামায়াতের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করতে ইসি কার্যালয়ে যাবে।


Comments