আমার মনোনয়ন প্রমাণ করে জামায়াতে ইসলামী অসাম্প্রদায়িক দল: কৃষ্ণ নন্দী

সংবাদ সম্মেলনে কৃষ্ণ নন্দী। ছবি: হাবিবুর রহমান/স্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত খুলনা-১ আসনে সংসদ সদস্য প্রার্থী কৃষ্ণ নন্দী বলেছেন, 'আমাকে এমপি প্রার্থী ঘোষণার মাধ্যমে আরও স্পষ্টভাবে হিন্দু সম্প্রদায়ের কাছে প্রমাণিত হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি অসাম্প্রদায়িক দল।'

তিনি বলেন, 'এই দলটির কাছে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, উপজাতি—কোনো ভেদাভেদ নেই। সবাই বাংলাদেশের নাগরিক। আমাকে প্রার্থী করায় সারা দেশে হিন্দুদের দাঁড়িপাল্লার পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে।'

একইসঙ্গে তিনি অভিযোগ করেন, সনাতন ধর্মাবলম্বী হয়ে জামায়াতে যোগ দেওয়ার কারণে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

আজ বৃহস্পতিবার খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

'ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগল'-এর প্রতিষ্ঠাতা সভাপতি শিপন কুমার বসুর 'মিথ্যাচার'-এর প্রতিবাদে আয়োজিত এই সংবাদ সম্মেলনে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এক প্রশ্নের জবাবে কৃষ্ণ নন্দী বলেন, 'আমি জামায়াতে ইসলামীতে থেকে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করছি। গত ৫ তারিখ থেকে গণসংযোগ শুরু করেছি। নির্বাচনের মাঠে সব ধর্মের মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি।'

বিদেশি কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ থাকার বিষয়ে যে আলোচনা রয়েছে সে বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমার আদৌ কোনো যোগাযোগ নেই। কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে কথা হয়নি।'

হিন্দু হয়ে কীভাবে ইসলাম কায়েম করবেন—জানতে চাইলে কৃষ্ণ নন্দী বলেন, 'এ দেশে জামায়াতে ইসলামী আসলে মানুষ ভালো থাকবে। হিন্দু-মুসলিম সবাই ভালো থাকবে। সংসদে গেলে হিন্দুদের পক্ষে কথা বলব।'

সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'ভারতে অবস্থানরত বিতর্কিত ওয়ার্ল্ড হিন্দু নেতা শিপন কুমার বসুর মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদ জানাই। সে একজন ব্ল্যাকমেইলার, আন্তর্জাতিক চাঁদাবাজ। সে আমার মোবাইল নম্বর ম্যানেজ করে বিভিন্ন কৌশলে আমার সঙ্গে যোগাযোগ করে অকথ্য ভাষায় গালিগালাজ ও জীবননাশের হুমকি দেয়। সে আমাকে বলে, আমি হিন্দু হয়ে কেন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে হিন্দু ধর্মকে বিতর্কিত করছি।'

তিনি আরও বলেন, 'আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কিছু স্বার্থান্বেষী শ্রেণীর যোগসাজশে আমার ব্যক্তিগত ইমেজ ও জনপ্রিয়তা ক্ষুণ্ণ করার জন্য মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচারসহ বেশ কিছু ছবি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করে অপপ্রচার চালানো হচ্ছে। এসব অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীকে অনুরোধ করছি।'

জামায়াতের এই প্রার্থী বলেন, 'আমাকে মনোনয়ন দেওয়ার পরই একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা প্রোপাগান্ডা শুরু করেছে, যা গভীর ষড়যন্ত্রেরই একটি অংশ।'

তিনি জানান, মনোনয়ন ঘোষণার আগে খুলনা-১ আসনে জামায়াতের প্রার্থী ছিলেন বটিয়াঘাটা উপজেলার আমির মাওলানা শেখ মোহাম্মদ আবু ইউসুফ। তাকে পরিবর্তন করে কৃষ্ণ নন্দীকে প্রার্থী করা হলে মাওলানা আবু ইউসুফ তাকে সমর্থন জানান এবং তারা একসঙ্গে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

17h ago