অভিন্ন ৫ দাবিতে পল্টনে আজ ৮ দলের যৌথ সমাবেশ

অভিন্ন পাঁচ দফা দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা আট দল আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর পুরানা পল্টন মোড়ে যৌথ সমাবেশ করবে।

তাদের দাবির মধ্যে রয়েছে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং ওই আদেশের ওপর গণভোট আয়োজনের মতো বিষয়। 

জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আটটি দল আজ দুপুর ২টায় ঢাকার পল্টন মোড়ে সমাবেশ থেকে অন্তর্বর্তী সরকারকে একটি 'জোরালো বার্তা' দেওয়ার পরিকল্পনা করছে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে এমনটি জানান। রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে জোটের যোগাযোগ কমিটির বৈঠকের পর সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

আযাদ জানান, ১৮ সেপ্টেম্বর থেকে জোটের প্রতিবাদ কর্মসূচির পঞ্চম ধাপ হিসেবে এই সমাবেশে লাখো সমর্থক যোগ দেবেন বলে তারা আশা করছেন। অন্তর্বর্তী সরকারকে জামায়াতের দেওয়া আল্টিমেটাম শেষ হওয়ার একদিন পর এটি অনুষ্ঠিত হচ্ছে।

গত বৃহস্পতিবার জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের সতর্ক করে বলেছিলেন, সরকার যদি ১০ নভেম্বরের মধ্যে তাদের দাবি মেনে না নেয়, তাহলে ঢাকার ভিন্ন চিত্র দেখা যাবে।

আযাদ জানান, মঙ্গলবারের সমাবেশ সরকারকে একটি স্পষ্ট বার্তা দেবে। 'হাজার হাজার নয়, লাখ লাখ মানুষ সমাবেশে যোগ দেবেন,' বলেন তিনি।

তিনি বলেন, জুলাই সনদ ও এর বাস্তবায়ন আদেশ দুটো আলাদা বিষয় হলেও বিএনপি দুটো বিষয়কে এক করে ফেলছে । তিনি বলেন, নয় মাস ধরে ঐকমত্য কমিশনে সব দল মিলে কাজ করল। কিছু দলের পদক্ষেপ প্রক্রিয়াটিকে বিলম্বিত করেছে।

আযাদ আরও বলেন, বর্তমান সংকট সমাধানের জন্য সংলাপের দরজা খোলা রয়েছে। 'সরকার বা রাজনৈতিক দলগুলো এই উদ্যোগ নিতে পারে। তবে জুলাই জাতীয় সনদে হাত দেওয়ার কোনো সুযোগ নেই। তবে সনদের বাস্তবায়ন বিষয়ে আলোচনার মধ্য দিয়ে সংকট উত্তরণের রাস্তা বের করে আনা উচিত।'

আজকের সমাবেশ জনসাধারণের অসুবিধার কারণ হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, এটি দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং সময়মতো এটি শেষ করার চেষ্টা করা হবে। 'যদি ট্র্যাফিক ব্যবস্থা ঠিকভাবে কাজ করে, তাহলে বড় কোনো যানজট হবে না,' বলেন হামিদুর রহমান আযাদ।

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

1d ago