খালেদা জিয়ার অসুস্থতার জন্য শেখ হাসিনা দায়ী: রিজভী

রুহুল কবির রিজভী | ছবি: ভিডিও থেকে নেওয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবারও নেতৃত্বে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেছে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আজ বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

বিএনপি চেয়ারপারসনের জন্য দেশের মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে উল্লেখ করে রিজভী বলেন, 'সবাই আল্লাহর কাছে হাত তুলেছেন, সবাই আল্লাহর কাছে মোনাজাত করছেন তার আশু সুস্থতার জন্য। আমার নেত্রী কোনোদিন ক্ষমতার জন্য এমন কোনো কাজ করেননি যার জন্য মানুষ তার প্রতি বৈরী হবে।'

নব্বইয়ের দশকে তত্ত্বাবধায়ক সরকার দাবিতে আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, 'কোনো কিশোর-শিশু, কোনো তরুণ যাতে হত্যার শিকার না হয়, সেদিক মাথায় রেখেই তিনি সেদিন তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিয়েছিলেন। যাদের দাবি, যারা ধ্বংসযজ্ঞ করে আন্দোলন করলেন, যারা মানুষ হত্যা করে সেদিন এই আন্দোলন করলেন তারাই ক্ষমতায় এসে আবার সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিলুপ্ত করল অর্থাৎ আমি যেটা চাইবো, সেটাই হবে। আমি যখন চাইবো তত্ত্বাবধায়ক সরকার, সেটাই দিতে হবে। আর আমি যখন চাইবো বিলুপ্ত করতে, সেটাই হবে। সেই কাজ করেছেন শেখ হাসিনা।'

শেখ হাসিনা 'আমি যাহা চাই, মন যাহা চায়, আমি সেটাই করব'—রাজত্ব কায়েম করেছিলেন উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, 'রাজত্ব কায়েম করেছিলেন বলেই জনগণের উত্তাল তরঙ্গ, এমন প্রবল স্রোত তাকে ধাক্কা দিলো, তিনি পালাতে বাধ্য হলেন বাংলাদেশ থেকে।'

'বেগম খালেদা জিয়া আজকে তার এই অসুস্থতা তো ওই হাসিনার কারণে। কিন্তু জনগণের হৃদয় ছিঁড়ে যে ভালোবাসা, যে শ্রদ্ধা, যে আকুলতা, যে আবেগ দেশনেত্রীর জন্য আজকে সারাদেশে প্রকাশিত হচ্ছে, আমরা যারা তার কর্মী, আমরা যারা সেই নেত্রীর আদর্শকে ধারণ করি, আমরা এই ভালোবাসার আমরা কী জবাব দেবো! আমরা জবাব দিতে পারছি না,' বলেন তিনি।

রিজভী আরও বলেন, 'একজন ছিলেন, কথা দিয়ে কথা ভাঙ্গা...প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষেত্রে তিনি সেই কাজ করেছেন। বলেছেন এরশাদের অধীনে নির্বাচন করব না, ২৪ ঘণ্টার মধ্যে তিনি নির্বাচনে চলে গেলেন। এই ওয়াদা ভঙ্গকারী জনগণের প্রতি তিনি কোনো বিশ্বাস স্থাপন করেননি। আর বেগম খালেদা জিয়া, বিশ্বাস-দৃঢ়তা যার অন্তরে ক্রিয়াশীল ছিল, কোনো সুযোগ এবং সুবিধার ধার ধারতেন না। বেগম এ জন্যই তো আজকে মানুষের এত ভালোবাসা, মানুষ আজকে এত গভীরভাবে তাকে শ্রদ্ধা করছে।'

'নিশ্চয়ই আল্লাহ মঞ্জুর করবেন এবং শিগগির দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা সুস্থ দেখবো, তিনি সুস্থ হয়ে উঠবেন। এই জাতির যে প্রত্যাশা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবারও নেতৃত্ব দেবেন,' যোগ করেন তিনি।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে এই বিএনপি নেতা বলেন, 'জনগণের কষ্ট হয় এ রকম কাজ আপনারা করবেন না। আপনারা অন্তর্বর্তীকালীন সরকার, প্রত্যেকটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের আপনাদের প্রতি আস্থা আছে কিন্তু সয়াবিনের লিটার যদি হঠাৎ করে নয় টাকা বেড়ে যায় এবং খোলাবাজারে যদি পাঁচ টাকা হয়, তাহলে জনগণ কষ্ট পাবে, জনগণ দুঃখ পাবে—এটা করবেন না। জনস্বার্থে যে কাজগুলো আছে, সেই কাজ করবেন।'

'সয়াবিন প্রত্যেক দিন আমাদের কাজে লাগে। সয়াবিন একটি কৃষিভিত্তিক শিল্প। আজকে এই সয়াবিন তেল যদি প্রতি লিটারে নয় টাকা বেড়ে যায়, তাহলে মধ্যম আয়ের মানুষ, নিম্ন আয়ের মানুষ এরা কী করে বাঁচবে? খোলা বাজারে যদি পাঁচ টাকা বৃদ্ধি পায়, কী করে বাঁচবে,' প্রশ্ন রাখেন তিনি।

এ সময় তিনি সয়াবিন তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার দাবি করেন।

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

1d ago