গুলশানের বাসায় ফিরলেন জুবাইদা ও জাইমা রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান গুলশানের বাসায় পৌঁছেছেন। আজ দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে পুলিশ ও চেয়ারপারসনস সিকিউরিটি ফোর্সের (সিএসএফ) পাহারায় তারা গুলশানের ১৯৬ নম্বর সড়কের বাসায় পৌঁছান।

এর আগে তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি সকাল ৯টা ৫৭ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে স্বল্প সময়ের যাত্রাবিরতি শেষে বেলা ১১টা ৪১ মিনিটে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে নামার পর বিএনপির জ্যেষ্ঠ নেতারা তারেক রহমানকে স্বাগত জানান। এ সময় তিনি দলীয় নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং কয়েকজনকে জড়িয়ে ধরেন। উপস্থিত সবার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। ফোন করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গেও কথা বলেন তিনি। এর পর তিনি বিমানবন্দর থেকে ৩০০ ফুট পূর্বাচল এক্সপ্রেসওয়েতে গণসংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশে যাত্রা করেন।

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

7h ago