এবার ফরাসি সেনাদের দেশ ছাড়ার নির্দেশ দিলো আইভরি কোস্ট

আইভরি কোস্ট, আফ্রিকা, আলাসানে ওয়াত্তারা,
আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলাসানে ওয়াত্তারা। রয়টার্স ফাইল ফটো

ফরাসি সেনাদের আইভরি কোস্ট ছাড়ার নির্দেশ দিয়েছে আফ্রিকান দেশটি। গতকাল মঙ্গলবার আইভরি কোস্ট সরকার এই নির্দেশ দিয়েছে বলে এপির প্রতিবেদনে বলা হয়েছে।

এপি বলছে, আইভরি কোস্ট হলো সর্বশেষ আফ্রিকান দেশ যারা তাদের পুরনো ঔপনিবেশিক শক্তির সঙ্গে সামরিক সম্পর্ক কমাল।

আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলাসানে ওয়াত্তারা বলেছেন, ২০২৫ সালের জানুয়ারিতে সেনা প্রত্যাহার শুরু হবে। আইভরি কোস্টে ফ্রান্সের ৬০০ সেনা রয়েছে।

'আমরা আইভরি কোস্ট থেকে ফরাসি বাহিনীকে সমন্বিত ও সংগঠিতভাবে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি,' বলেন তিনি।

তিনি জানান, ফরাসি সেনাবাহিনী পরিচালিত পোর্ট বোয়েটের সামরিক পদাতিক ব্যাটালিয়ন আইভরিয়ান সেনাদের কাছে হস্তান্তর করা হবে।

পশ্চিম আফ্রিকার অন্যান্য দেশকে অনুসরণ করে এই ঘোষণা দিয়েছেন আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলাসানে ওয়াত্তারা। পশ্চিম আফ্রিকার অন্যান্য দেশ থেকেও ফ্রান্সের সামরিক বাহিনীকে চলে যেতে বলা হচ্ছে।

ফরাসি সেনাদের আফ্রিকা ছাড়ার অনুরোধকে প্যারিসের সঙ্গে এই অঞ্চলের সম্পর্কের কাঠামোগত পরিবর্তনের অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

সাম্প্রতিক বছরগুলোতে চাঁদ, নাইজার ও বুরকিনা ফাসোসহ পশ্চিম আফ্রিকার বেশ কয়েকটি দেশে ফ্রান্স একই ধরনের বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। যেখানে বহু বছর ধরে থাকা ফরাসি সেনাদের বের করে দেওয়া হয়েছে।

এছাড়া অভ্যুত্থানপীড়িত মালি, বুরকিনা ফাসো ও নাইজারসহ পশ্চিম আফ্রিকার বেশ কয়েকটি দেশ সম্প্রতি ফরাসি সেনাদের চলে যাওয়ার আহ্বান জানিয়েছে। তাদের মধ্যে সাম্প্রতিককালে সেনেগাল ও চাঁদ যোগ হয়েছে।

এপি বলছে, ঔপনিবেশিক শাসনের অবসানের পর থেকে এখন পর্যন্ত আফ্রিকার ৭০ শতাংশের বেশি দেশ ছাড়তে হয়েছে ফরাসি সেনাদের।

Comments

The Daily Star  | English

Curfew extended in Gopalganj indefinitely

It will be relaxed for three hours between 11am and 2pm

6h ago