যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক-জলবায়ু সহযোগিতা স্থগিত করছে চীন

ছবি: রয়টার্স

জলবায়ু সংকট বিষয়ক আলোচনা ও ২ দেশের জ্যেষ্ঠ পর্যায়ের সামরিক কমান্ডারদের মধ্যে সংলাপসহ আরও কয়েকটি বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতামূলক কার্যক্রম স্থগিত করার ঘোষণা দিয়েছে চীন।  

আজ শুক্রবার বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের জেরে এ সিদ্ধান্ত নিয়েছে বেইজিং।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, ৮টি সুনির্দিষ্ট বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতামূলক কার্যক্রম স্থগিত করা হচ্ছে। এর মধ্যে আন্তঃসীমান্ত অপরাধ ও মাদক পাচার রোধ এবং অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসনের বিষয়ক সহযোগিতার মতো বিষয়ও আছে।

এ ছাড়া, এক বিবৃতিতে চীন সাগরে সামরিক নিরাপত্তা ব্যবস্থার ওপর একটি পূর্বপরিকল্পিত দ্বিপাক্ষিক বৈঠকও বাতিলের ঘোষণা দিয়েছে।

এর আগে আজ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় পেলোসির বিরুদ্ধে বিধিনিষেধ আরোপের ঘোষণা দেয়।

পেলোসি তাইপে পৌঁছানোর পর থেকেই চীনের পক্ষ থেকে আসছে একের পর এক ক্ষুব্ধ প্রতিক্রিয়া। তাইওয়ানের চারপাশের ৬টি অবস্থানে ২ দিন ধরে চলছে চীনের যুগ্ম সামরিক মহড়া। কূটনৈতিক পর্যায়েও চীন তাদের অসন্তোষ প্রকাশ করে যাচ্ছে।

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

6h ago