ফোর্বসের ক্ষমতাধর নারীর তালিকায় মাহসা আমিনিকে মরণোত্তর সম্মাননা

ফোর্বসের ক্ষমতাধর নারীর তালিকায় মাহসা আমিনিকে মরণোত্তর সম্মাননা
মাহসা আমিনি। ছবি: এএফপি

ইরানের তরুণী মাহসা আমিনিকে মরণোত্তর সম্মাননা দিয়েছে যুক্তরাষ্ট্রের বিজনেস ম্যাগাজিন ফোর্বস। গত ১৬ সেপ্টেম্বর ইরানের নৈতিকতা পুলিশ হেফাজতে মারা যান তিনি।

ফোর্বসের বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় ১০০তম স্থানে রয়েছেন মাহসা আমিনি।

ফোর্বস জানায়, জিনা মাহসা আমিনি (২২) এ বছর বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী নারীর তালিকায় স্থান পেয়েছেন। ইরানে অধিকারের জন্য লড়াই করা কয়েক হাজার নারীর প্রতিনিধি হিসেবে তাকে এই মরণোত্তর সম্মাননা দেওয়া হলো।

ইরানের কুর্দিস্তান প্রদেশের সাকেজ শহরে কুর্দি বংশোদ্ভূত নারী মাহসা আমিনিকে সঠিক নিয়মে হিজাব না পরায় গ্রেপ্তার করে ইরানের নৈতিকতা পুলিশ। গত ১৬ সেপ্টেম্বর নৈতিকতা পুলিশ হেফাজতে মারা যান তিনি।

পরিবার ও গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মাহসা আমিনিকে মারধর করা হয়েছিল। পরে অসুস্থ হয়ে হাসপাতালের কোমায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ঘটনার প্রতিবাদের ইরানে কয়েক হাজার মানুষ রাস্তায় নেমে আসে। কয়েক মাস ধরে লাগাতার বিক্ষোভের মুখে দেশটির নৈতিকতা পুলিশের কার্যক্রম শিথিল করেছে ইরান সরকার।

মানবাধিকার কর্মীদের অনুমান, কয়েক মাস ধরে চলা এই বিক্ষোভে ৪০০ জনেরও বেশি নিহত এবং ১৮ হাজার জনকে আটক করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Bangladesh’s forex reserves fall to $25.3 billion after ACU payment

The country cleared $1.50 billion in import bills under the Asian Clearing Union (ACU)

43m ago