ইউক্রেনে রাশিয়ার হামলা, ২৬ ড্রোন ভূপাতিত করার দাবি কিয়েভের

ড্রোন হামলার সময় মেট্রো স্টেশনে আশ্রয় নিয়েছেন ইউক্রেনীয়রা। ছবি: রয়টার্স
ড্রোন হামলার সময় মেট্রো স্টেশনে আশ্রয় নিয়েছেন ইউক্রেনীয়রা। ছবি: রয়টার্স

ইউক্রেনে আক্রমণ তীব্র করেছে রাশিয়া। কিয়েভের দাবি, তারা রাশিয়ার ২৬টি ড্রোন ধ্বংস করেছে।

পূর্ব, দক্ষিণ ও দক্ষিণপূর্ব ইউক্রেনে আক্রমণ করেছিল রাশিয়া। ইরানে তৈরি ২৮টি ড্রোন দিয়ে হামলা করা হয়। ইউক্রেনের সেনারা দাবি করেছেন, তারা ২৬টি ড্রোন ধ্বংস করেছে।

ইরানে নির্মিত শাহেদ ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
ইরানে নির্মিত শাহেদ ড্রোন। ফাইল ছবি: রয়টার্স

এই ড্রোনগুলো দিয়ে ও়ডেসা, খারকিভ, নিপ্রোপেত্রোভস্ক, ঝাপোরিঝঝিয়া অঞ্চলে হামলা করে রাশিয়া।

ঝাপোরিঝঝিয়ার গভর্নর জানিয়েছেন, এই ড্রোন হামলায় দুই নারী আহত হয়েছেন। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়া ক্ষেপণাস্ত্রও ব্যবহার করেছে।

ইউক্রেনের বিমান বাহিনীর প্রধান জানিয়েছেন, ২৮ মার্চ রাতে রাশিয়া ইউক্রেনের ওপর মিসাইল হামলা করে। তারা কৃষ্ণসাগর থেকে বেশ কয়েকটি মিসাইল ছোড়ে।

১০ হাজার গোলা দেবে জার্মানি

ইউক্রেনের সেনাকে ১০ হাজার কামানের গোলা দেবে জার্মানি। মেজর জেনারেল ক্রিশ্চিয়ান ফ্রয়েডিং ডয়চে ভেলেকে বলেছেন, তিন পর্যায়ে ইউক্রেনের হাতে এই গোলা তুলে দেয়া হবে।

প্রথম পর্যায়ে তাদের  ১০ হাজার গোলা দেয়া হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে এক লাখ ৮০ হাজার গোলা চেকোস্লোভাকিয়ার মাধ্যমে ইউক্রেনকে দেয়া হবে। পরে বছরের শেষদিকে আরও এক লাখ গোলা ইউক্রেনকে দেয়া হবে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী ভারতে

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। ফাইল ছবি: রয়টার্স
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। ফাইল ছবি: রয়টার্স

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী কুলেবা দুইদিনের সফরে ভারতে এসেছেন। শুক্রবার তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন। তিনি ভারতের উপ জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গেও কথা বলবেন। রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধাও জানাবেন কুলেবা।

গত সপ্তাহেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন।

ন্যাটো দেশগুলিকে আক্রমণ নয়: পুতিন

২০২৪ এর প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষে বক্তব্য রাখছেন পুতিন। ছবি: রয়টার্স
২০২৪ এর প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষে বক্তব্য রাখছেন পুতিন। ছবি: রয়টার্স

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছেন, 'পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র-সহ কোনো ন্যাটো দেশকে আক্রমণ করার কোনো পরিকল্পনা রাশিয়ার নেই। তবে তারা যদি ইউক্রেনকে এফ ১৬ বিমান দেয়, তাহলে রাশিয়া তা ধ্বংস করে দেবে।'

পুতিন বলেছেন, 'ওরা এফ ১৬ পাবে বলে পাইলটদের প্রশিক্ষণ দিচ্ছে। কিন্তু এফ ১৬ পেলেও যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি বদলাবে না।'

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)

 

Comments

The Daily Star  | English
jamaat-ameer-shafiqur

Second uprising, this time against corruption: Jamaat chief

Says, if elected, MPs will act as servants, not masters

1h ago