‘ড্রোন হামলার ঝুঁকিতে’ ছেলের বিয়ে পেছাবেন নেতানিয়াহু

বেনিয়ামিন নেতানিয়াহু ও তার ছোট ছেলে আভনার। ফাইল ছবি: সংগৃহীত
বেনিয়ামিন নেতানিয়াহু ও তার ছোট ছেলে আভনার। ফাইল ছবি: সংগৃহীত

ড্রোন হামলার ঝুঁকিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার ছোট ছেলে আভনারের বিয়ে পেছানোর উদ্যোগ নিয়েছেন।

আজ বুধবার কান নিউজের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট।

ইসরায়েলি গণমাধ্যম কান দাবি করেছে, এক রুদ্ধদ্বার বৈঠকে নেতানিয়াহু জানান, অংশগ্রহণকারীদের প্রাণের ঝুঁকির কারণে বিয়ের দিনটি পেছাতে হবে।

প্রতিবেদন মতে, আগামী ২৬ নভেম্বর তেল আবিবের কাছে রোনিত ফার্মে আভনার নেতানিয়াহুর (৩০) বিয়ের অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলায় পরিস্থিতি ঘোলাটে হয়ে পড়েছে।

কানে প্রকাশিত অপর এক প্রতিবেদন মতে, সোমবার নেতানিয়াহু বলেন, 'ক্ষেপণাস্ত্র হামলা চিহ্নিত ও প্রতিহত করার জন্য আমাদের ভালো প্রযুক্তি রয়েছে।'

তবে ড্রোন হামলার হুমকিতে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

একই প্রসঙ্গে নেতানিয়াহু প্রশ্ন তোলেন, কেন হামলার ঝুঁকি সত্ত্বেও বারবার একই অবস্থানে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের অধিবেশনের আয়োজন করা হচ্ছে।

গত সপ্তাহে সিজারিয়া এলাকায় নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলা হয়। ড্রোনটি লেবানন থেকে ধেয়ে এসেছিল। এতে কেউ হতাহত না হলেও ড্রোন হামলার বিরুদ্ধে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা প্রকাশ পায়।

পরবর্তীতে এই হামলার দায় নেয় লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ।

নেতানিয়াহু, তার স্ত্রী ও দুই ছেলে। ফাইল ছবি: সংগৃহীত
নেতানিয়াহু, তার স্ত্রী ও দুই ছেলে। ফাইল ছবি: সংগৃহীত

এই হামলার সময় নেতানিয়াহু বা তার পরিবারের কোন সদস্য বাসায় ছিলেন না।

এই হামলার জবাবে সে সময় নেতানিয়াহু বলেন, 'যে ইরান সমর্থিত সংগঠন আজ আমাকে ও আমার স্ত্রীকে হত্যা করতে চেয়েছিল, তারা একটি গুরুতর ভুল করেছে। এতে আমার বা ইসরায়েল রাষ্ট্রের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধের অবসান হবে না। এই লড়াইয়ের মাধ্যমে আমরা ভবিষ্যৎ প্রজন্মগুলোকে নিরাপদ রাখব।'

'আমি ইরান ও তার প্রতিরোধবলয়কে সতর্ক করছি—যারা ইসরায়েলি নাগরিকদের ক্ষতি করবেন, তাদেরকে চরম মূল্য দিতে হবে। আমরা আপনাদের জঙ্গিদের ধ্বংস অব্যাহত রাখব, গাজা থেকে জিম্মিদের মুক্ত করব এবং উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা ফিরিয়ে আনবো', যোগ করেন নেতানিয়াহু।

 

Comments

The Daily Star  | English

Khaleda Zia’s body being taken to Manik Mia Avenue for janaza

Janaza will be held at Manik Mia Avenue at 2pm

2h ago

Farewell

10h ago