প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ গেল ট্রাম্পের রিপাবলিকান পার্টির হাতে

ট্রাম্প
ফ্লোরিডার পাম বিচে বিলাসবহুল বাড়ি মার-আ-লাগোয় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বিরোধী রিপাবলিকান পার্টি বিজয়ী হয়েছে।

আজ বৃহস্পতিবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস'র বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ৪৩৫ আসনের প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ২১৮ আসন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি পেয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এখন পর্যন্ত প্রাথমিক ফলাফলে প্রতিনিধি পরিষদে ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পাটি পেয়েছে ২১০ আসন।

এর আগে কংগ্রেসের উচ্চকক্ষ ১০০ আসনের সিনেটে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ৫০ আসন পায় প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাটিক পাটি। প্রাথমিক ফলাফলে সিনেটে রিপাবলিকানরা পেয়েছে ৪৮ আসন।

নিম্নকক্ষে বিরোধীদের বিজয়ের ফলে কংগ্রেসের ২ কক্ষের নিয়ন্ত্রণ ২ দলের হাতে চলে গেল।

Comments

The Daily Star  | English

Expatriates' remittance helps Bangladesh make turnaround: Yunus

It is the expatriates who help sustain the country, says the chief adviser

8h ago