রাজশাহীতে ৮৬ কেন্দ্রে ৭৮ হাজার ভোটে এগিয়ে লিটন

লিটন
সকালে রাজশাহী স্যাটেলাইট টাউন হাইস্কুল কেন্দ্রে ভোট দেন খায়রুজ্জামান লিটন। ছবি: এমরান হোসেন/স্টার

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বড় ব্যবধানে এগিয়ে আছেন।

আজ বুধবার বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে রাজশাহী শিল্পকলা একাডেমিতে গণনা শুরু হয়।

সন্ধ্যা ৬টা ৫০ মিনিট পর্যন্ত ৮৬ কেন্দ্রের বেসরকারি ফলাফলে লিটন পেয়েছেন ৮৫ হাজার ৭৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুর্শিদ আলম পেয়েছেন ৭ হাজার ৭১৬ ভোট।

এছাড়া, জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপন পেয়েছেন ৫ হাজার ৪৪২ ভোট এবং জাকের পার্টির মেয়র প্রার্থী লতিফ আনোয়ার পেয়েছেন ৬ হাজার ৮৪২ ভোট।

রাজশাহী সিটি নির্বাচনের মোট ভোটার ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭১ হাজার ১৬৭ ও নারী ১ লাখ ৮০ হাজার ৮০৯।

এ নির্বাচনে মেয়র পদে ৪ জন, ৩০টি সাধারণ কাউন্সিলর পদে ১১১ জন এবং নারী কাউন্সিলরদের জন্য সংরক্ষিত ১০ আসনে ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

১৫৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

Comments

The Daily Star  | English

Yunus thanks foreign medical teams for treating Milestone crash victims

A delegation of 21 physicians and nurses from Singapore, China, and India met Yunus at Jamuna

11h ago