বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দলে রাহানে 

Ajinkya Rahane
ফাইল ছবি: বিসিসিআই

গত বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের পর দল থেকে বাদ পড়েছিলেন  আজিঙ্কা রাহানে। প্রায় দেড় বছর পর সাদা পোশাকে আবার ফিরেছেন ৩৪ বছর বয়েসী অভিজ্ঞ ব্যাটার। সম্প্রতি আইপিএলে ভিন্ন মেজাজ দেখিয়ে নজর কাড়া ব্যাটারকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দলে রেখেছে ভারত।

মঙ্গলবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ১৫ জনের দল দিয়েছে বিসিসিআই। ৭ জুন থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে লন্ডনের দ্য ওভালে শুরু হতে যাওয়া টেস্টের দলে চমক বলতে ওই একটাই।

বাদ পড়ার পর ২০২২-২৩ রঞ্জি টফিতে ৫৭.৬৩ গড়ে ৬৩৪ রান করেন রাহানে। চলমান আইপিলে চেন্নাই সুপার কিংসের হয়ে ৫ ম্যাচে ২০৯ রান করেছেন ১৯৯.০৪ স্ট্রাইকরেটে।

রাহানের ফেরার পথে ভূমিকা রেখেছে শ্রেয়াস আইয়ারের চোটও। ডানহাতি এই ব্যাটার চোটের কারণে খেলছেন না আইপিএল। দলে ফেরা রাহানে মিডল অর্ডারে একাদশেও জায়গা পাওয়ার জোর দাবিদার। কারণ লোকেশ রাহুল অনেকদিন ধরে নেই ছন্দে। সহ-অধিনায়কত্বও হারিয়েছেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ বোর্ডার-গাভাস্কার ট্রফিতে সূর্যকুমার যাদবকে মিডল অর্ডারে রেখেছিল ভারত। তবে তেমন কিছু করতে না পারায় তিনি এবার জায়গা হারিয়েছেন। কিপার ব্যাটার হিসেবে শ্রিকার ভরত থাকছেন। ব্যাকআপ হিসেবে বিবেচনা করা হতে পারে রাহুলকে।

ভারত স্কোয়াডে রেখেছে চার পেসার। মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদবের সঙ্গে আছেন জয়দেব উনাদকাট। এছাড়া পেস অলরাউন্ডার হিসেবে আছেন শার্দুল ঠাকুর। দুই স্পিনিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন তো আছেনই। জায়গা ধরে রেখেছেন আকসার প্যাটেলও।

টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান রানার্সআপ ভারত। গতবার ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরেছিল বিরাট কোহলির দল। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে নতুন চ্যালেঞ্জ রোহিত শর্মাদের। 

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, চেতশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, লোকেশ রাহুল, শ্রিকার ভরত, রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, আকসার প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট।

Comments

The Daily Star  | English

NEIR key to curbing illegal phones, protecting consumers: MIOB

MIOB said NEIR would help identify and block illegal, counterfeit, and stolen mobile phones

1h ago