‘আমরা একই ভুল করছি’

Najmul Hossain Shanto

লড়াই-বিহীন হারের ধরণে যেন প্রথম ম্যাচেরই প্রতিচ্ছবি। তফাৎ শুধু আগে-পরে ব্যাট করায়। কিন্তু পরিণতিতে কোন ফারাক নেই বাংলাদেশের। দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ভারতের কাছে স্রেফ উড়ে গেছে নাজমুল হোসেন শান্তর দল। নিজেদের বেহাল দশা স্বীকার করে অধিনায়ক বলছেন তারা ঘুরপাক খাচ্ছেন একই ভুলের চক্রে।

বুধবার দিল্লিতে ভারতের কাছে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ হেরেছে ৮৬ রানের বিশাল ব্যবধানে। ভারতের ২২১ রানের পাহাড়ের জবাবে ২০ ওভার ব্যাট করে ১৩৫ রানের বেশি করতে পারেননি শান্তরা।

শুরুর কয়েক ওভার ছাড়া বোলাররা ছিলেন দিশেহারা। ব্যাটারদের ধুঁকতে দেখা গেছে গোটা ইনিংস জুড়ে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী আয়োজনে অসহায় শান্ত বর্ণনা করলেন নিজেদের অবস্থা,  'আমরা একই ভুল করেছি (প্রথম ম্যাচের মতন)। দলের জন্য ভালো আভাস না। আমাদের উন্নতি করতে হবে।'

এদিন টস জিতে আগে ভারতকে ব্যাট করতে দেয় বাংলাদেশ। নিতিশ রেড্ডি আর রিঙ্কু সিংয়ের ঝড়ো ফিফটিতে ভারত চড়ে রানের পাহাড়ে। তবু টসের সিদ্ধান্তকে ঠিক মনে করছেন শান্ত,  'বোলিং নেওয়া ভালো সিদ্ধান্ত ছিলো। প্রথম ৬-৭ ওভার আমরা ভালো বল করেছি। পরে ওরা ভালো ব্যাট করেছে, আমরাও পরিকল্পনা প্রয়োগ করতে পারিনি।'

১২ অক্টোবর হায়দরাবাদে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ-ভারত। হোয়াইটওয়াশ এড়াতে সেই ম্যাচে ব্যাটারদের দায়িত্বশীলতা চান অধিনায়ক,  'ব্যাটারদের দায়িত্ব নিতে হবে, নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে।'

Comments

The Daily Star  | English
Taka vs us dollar in Bangladesh

US dollar rises against taka

The American greenback was sold for as high as Tk 122.75 today, up from a high of Tk 122.30 last week

40m ago