১৩ জন থেকে একাদশ বেছে নিতে হবে বাংলাদেশকে

ছবি: বিসিবি

সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার ভিসা এখনও পাননি নাসুম আহমেদ ও নাহিদ রানা। তাই আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলতে পারছেন না তারা। ফলে ১৩ জন থেকে একাদশ বেছে নিতে হবে বাংলাদেশকে।

আগামীকাল বুধবার শুরু বাংলাদেশ ও আফগানিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকাল চারটায়। কিন্তু ভিসা জটিলতায় এই ম্যাচের আগে আরব আমিরাতে যেতে পারছেন না বাঁহাতি স্পিনার নাসুম ও ডানহাতি পেসার নাহিদ। ফলে একাদশ বাছাইয়ের জন্য মাত্র ১৩ জন ক্রিকেটার রয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের হাতে।

গত বছরের ওয়ানডে বিশ্বকাপের পর থেকে বাইরে থাকার পর দলে ফেরা নাসুম ও প্রথমবারের মতো এই সংস্করণের দলে ডাক পাওয়া নাহিদ এখনও ভিসা পাননি। বিষয়টি মঙ্গলবার দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস।

সাবেক এই তারকা ক্রিকেটার আশা প্রকাশ করেছেন, দ্বিতীয় ওয়ানডের আগেই ভিসা পেয়ে যাবেন দুজন, 'আজও (মঙ্গলবার) ভিসা পায়নি নাসুম ও নাহিদ। তাই আজ তারা সংযুক্ত আরব আমিরাতে যেতে পারছে না। তবে আমরা আশাবাদী, আগামীকাল (বুধবার) তারা ভিসা পেয়ে যাবে।'

ভিসা পেলে এদিন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের ফ্লাইটে আরব আমিরাতের উদ্দেশে রওয়ানা হওয়ার কথা ছিল নাসুম ও নাহিদের। কিন্তু পাঁচ ঘণ্টার ভ্রমণ শেষে রাতে দলে যোগ দিলেও অনুশীলনে ঘাটতির শঙ্কা থেকে যেত তাদের।

নাসুম ও নাহিদকে না পাওয়ায় আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশের একাদশে বোলিং বিভাগে কারা থাকবেন তা ধারণা করা যায়। স্কোয়াডে আছেনই আর কেবল চারজন বিশেষজ্ঞ বোলার। তারা হলেন এক স্পিনার রিশাদ হোসেন এবং তিন পেসার তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। এছাড়া, পেস অলরাউন্ডার হিসেবে সৌম্য সরকার এবং স্পিন অলরাউন্ডার হিসেবে মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদ রয়েছেন।

বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াডের বাকি ১৩ জন দুই ভাগে ভাগ হয়ে ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতে গেছেন। শারজাহতেই পরের দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ৯ ও ১১ নভেম্বর।

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল:

সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

Comments

The Daily Star  | English

Bangladesh blocks IPL broadcast after Mustafizur episode

The decision comes in the aftermath of Bangladesh pacer Mustafizur Rahman’s removal from Kolkata Knight Riders squad following directives from BCCI.

3h ago