আইপিএলের নিলামে বাংলাদেশের ১২ ক্রিকেটার, কার ভিত্তিমূল্য কত?

ছবি: কলকাতা নাইট রাইডার্স

আইপিএলের ২০২৫ সালের আসরকে সামনে রেখে সৌদি আরবের জেদ্দায় মেগা নিলাম অনুষ্ঠিত হবে আগামী ২৪ ও ২৫ নভেম্বর। এর আগে নিলামে উঠতে যাওয়া ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করেছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি প্রতিযোগিতাটির কর্তৃপক্ষ। সেখানে আছেন বাংলাদেশের ১২ জন। নাম নিবন্ধন করলেও বাদ পড়েছেন আরও একজন।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিলামের জন্য বাছাইকৃত খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। নাম নিবন্ধন করেছিলেন ১৫৮৪ ক্রিকেটার। চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন ৫৭৪ জন।

বাংলাদেশের যারা চূড়ান্ত তালিকায় আছেন তারা হলেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, লিটন দাস, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানা। এদের মধ্যে সাকিব, মোস্তাফিজ ও লিটনের আইপিএলে খেলার অভিজ্ঞতা আছে। পেসার তাসকিনের প্রতি কয়েকটি ফ্র্যাঞ্চাইজির আগ্রহ থাকলেও নানা কারণে তার খেলা হয়ে ওঠেনি এখনও।

বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য মোস্তাফিজের। ২ কোটি রুপির ক্যাটাগরিতে আছেন তিনি। বাঁহাতি পেসার এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসে খেলেছেন সব মিলিয়ে সাত মৌসুম। চলতি বছর অনুষ্ঠিত আইপিএলের সবশেষ আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন তিনি। তাকে দলে টেনেছিল চেন্নাই।

কলকাতা নাইট রাইডার্স ও হায়দরাবাদ মিলিয়ে নয় মৌসুমে আইপিএলে দেখা গেছে সাকিবকে। বাঁহাতি অলরাউন্ডার অবশ্য শেষবার খেলেছিলেন ২০২১ সালের আসরে। তার মতো ভিত্তিমূল্য ১ কোটি রুপির ক্যাটাগরিতে রয়েছেন তাসকিন ও মিরাজ।

বাকিদের অবস্থান ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপির ক্যাটাগরিতে। তারা হলেন লিটন, রিশাদ, হৃদয়, শরিফুল, শেখ মেহেদী, তানজিম, হাসান ও নাহিদ। উইকেটরক্ষক-ব্যাটার লিটন ২০২৩ সালের আসরে কলকাতার জার্সিতে একটি ম্যাচে মাঠে নেমেছিলেন।

চূড়ান্ত তালিকায় থাকাদের মধ্যে ভারতের ক্রিকেটার ৩৬৬ জন ও বিদেশি ক্রিকেটার ২০৮ জন। বিদেশিদের মধ্যে তিনজন আছেন আইসিসির সহযোগী সদস্য দেশগুলো থেকে। 'আনক্যাপড' বা অভিষেক না হওয়া খেলোয়াড়দের মধ্যে ভারতের ৩১৮ ও বিদেশি ১২ জন রয়েছেন। নিবন্ধন করলেও বাদ পড়া খেলোয়াড়দের নাম প্রকাশ করা হয়নি।

Comments

The Daily Star  | English

14 killed as police open fire on Gen Z protest in Nepal

Police used live ammunition, tear gas, and water cannons against protesters demonstrating against social media restrictions and corruption

1h ago